উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলমান মহা কুম্ভের জল অত্যন্ত দূষিত হয়ে গেছে, কারণ গত মাসের পদপিষ্ট ঘটনায় নিহতদের মৃতদেহ নদীতে ফেলা হয়েছে। সোমবার এমনটাই অভিযোগ করেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন।
যোগী আদিত্যনাথ সরকারকে নিশানায় রেখে অভিনেত্রী-রাজনীতিবিদ জয়া বচ্চন অভিযোগ করেন যে, সাধারণ মানুষের জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়নি।
সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “বর্তমানে সবচেয়ে দূষিত জল কোথায়? কুম্ভে। পদপিষ্ট ঘটনায় নিহতদের মৃতদেহ নদীতে ফেলা হয়েছে, যার কারণে জল দূষিত হয়েছে। আসল সমস্যাগুলো সমাধান হচ্ছে না। কুম্ভে আসা সাধারণ মানুষের জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেই এবং তাঁদের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি।”
জয়া আরও দাবি করেন যে, নিহতদের ময়নাতদন্ত করা হয়নি এবং পদপিষ্ট ঘটনায় ৩০ জনের মৃত্যুর পর ৬০ জন আহত হওয়ার ঘটনা পুরোপুরি উপেক্ষিত হচ্ছে।
তিনি বলেন, “এটি সেই জল, যা এখন সেখানে মানুষের কাছে পৌঁছাচ্ছে। তারা (বিজেপি সরকার) এই বিষয়ে কোনো ব্যাখ্যা দিচ্ছে না এবং একটি সম্পূর্ণ চোখে ধুলো দেওয়া হচ্ছে”।
তিনি অভিযোগ করেন, “তারা জল এবং জলশক্তি নিয়ে বক্তৃতা দিচ্ছে। তারা মিথ্যা বলছে যে কোটি কোটি মানুষ কুম্ভে এসেছে। কী ভাবে এত মানুষ এক জায়গায় একসাথে জড়ো হতে পারে?”
অন্য দিকে, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, অভিযোগ করেছেন যে, উত্তরপ্রদেশ সরকার কুম্ভে নিহতদের প্রকৃত সংখ্যা “গোপন” করেছে। এ বিষয়ে সংসদে আলোচনার দাবিও তুলেছেন তিনি।