kumva mela

ওয়েবডেস্ক: ইউনেস্কোর সাংস্কৃতিক হেরিটেজের তকমা পেল ভারতের কুম্ভমেলা। সেই সঙ্গে এই তকমা পেয়েছে ইতালির পিজা তৈরি শিল্প, ইরানের ঘোড়া দৌড়ের খেলা এবং হল্যান্ডের হাওয়া কল।

দক্ষিণ কোরিয়ার জুজুতে বৈঠকে বসেছিল সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার উদ্দেশ্যে রাষ্ট্রপুঞ্জের একটি বিশেষ কমিটি। সেই বৈঠকের পরেই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। গত দু’বছরে এই নিয়ে তিন নম্বর তৃতীয় বার কোনো জিনিসের সাংস্কৃতিক হেরিটেজের তকমা পেল ভারত। এর আগে যোগা এবং নৌরজের জন্য সাংস্কৃতিক হেরিটেজের তকমাও পেয়েছিল ভারত।

বিদেশমন্ত্রক জানিয়েছে, কুম্ভমেলাকে বিশ্বের সব থেকে বড়ো এবং শান্তিপূর্ণ ধর্মসভার স্বীকৃতি দিয়েছে ইউনেস্কোর এই কমিটি। এলাহাবাদ, নাসিক, হরিদ্বার এবং উজ্জ্বয়িনীতে আয়োজিত হয় এই কুম্ভমেলা। কুম্ভমেলার ব্যাপারে ইউনেস্কোর কমিটি বলেছে, “সাংস্কৃতিক এই উৎসবে বহু মতের মিলন হয়। ধর্মীয় সহিষ্ণুতার এক অনন্য নিদর্শন এই কুম্ভমেলা।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here