বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদব শনিবার ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সময়কালের কথা স্মরণ করেন।
একটি পোস্টে লালু প্রসাদ জানান, ইন্দিরা গান্ধী অনেক নেতাকে কারাগারে পাঠিয়েছিলেন, কিন্তু কখনোই তাদের অপমান করেননি।
আরজেডি প্রধান একটি নিবন্ধ ‘দি সঙ্ঘ সাইলেন্স ইন ১৯৭৫’ শেয়ার করেছেন। এই নিবন্ধটি তিনি এবং সাংবাদিক নলিন বর্মা লিখেছেন।
এই নিবন্ধে তাঁরা বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে সমালোচনা করেছেন। লালু প্রসাদ বলেছেন, ১৯৭৫ সালের জরুরি অবস্থা দেশের গণতন্ত্রের উপর একটি কলঙ্ক, কিন্তু ২০২৪ সালে যারা বিরোধীদের সম্মান দেয় না, তাদেরও ভুলে যাওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, “আমি জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক ছিলাম। আমাকে এবং আমার সহকর্মীদের নিরাপত্তা আইন (MISA) অধীনে ১৫ মাসেরও বেশি সময় ধরে কারাগারে রাখা হয়েছিল। আজ যারা জরুরি অবস্থা নিয়ে কথা বলেন, তাদের মধ্যে অনেককে আমরা তখন চিনতাম না।”
“ইন্দিরা গান্ধী আমাদের অনেককে কারাগারে পাঠিয়েছিলেন, কিন্তু কখনোই আমাদের অপমান করেননি। ১৯৭৫ আমাদের গণতন্ত্রের উপর একটি কলঙ্ক, কিন্তু ২০২৪ সালে যারা বিরোধীদের সম্মান করে না, তাদের ভুলে যাওয়া উচিত নয়,” তিনি যোগ করেন।
১৯৭৫ সালের ২৫ জুন, ইন্দিরা গান্ধী ২১ মাসের জরুরি অবস্থা ঘোষণা করেন। এই বছর এই জরুরি অবস্থার ৫০তম বার্ষিকী পালন করা হচ্ছে।
I was the convener of the steering committee that Jayaprakash Narayan—had constituted to carry forward the movement against the excesses of Emergency imposed by the then PM Indira Gandhi. I was in jail under the Maintenance of Security Act (MISA) for over 15 months. My colleagues… pic.twitter.com/9fyThckm01
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) June 29, 2024
বৃহস্পতিবার, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের যৌথ অধিবেশনে জরুরি অবস্থার সমালোচনা করেন।
তিনি বলেন, “জরুরি অবস্থা সংবিধানের উপর সবচেয়ে বড় এবং অন্ধকার অধ্যায় ছিল।”
কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে মিথ্যা বলানোর অভিযোগ আনেন।
খাড়গে তার অফিসিয়াল ‘X’ অ্যাকাউন্টে লেখেন, “মোদীজি সস্তা প্রশংসা পাওয়ার চেষ্টা করছেন।”