নয়াদিল্লি: গত মাসের শুরুতে করোনা পজিটিভ হওয়ার পর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভরতি করা হয়েছিল কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকে। শনিবার হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হল, শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে ফের ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
গত কয়েকদিন ধরে গায়িকার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। কিন্তু এখন আবার তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, ওই হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি বলেছেন, “গায়িকা লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের আবারও অবনতি হয়েছে, তাঁর অবস্থা সংকটজনক। তাঁকে আবার ভেন্টিলেটরে দেওয়া হয়েছে। তিনি এখন আইসিইউ-তে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন”।
কিছু দিন আগেই সামদানি বলেছিলেন, ধীরে ধীরে উন্নতি হচ্ছে গায়িকার শারীরিক অবস্থার। দু’দিন আগে তাঁর ভেন্টিলেটর সাপোর্ট সরিয়ে দেওয়া হয়েছিল। তবে এই মুহূর্তে আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন প্রবীণ শিল্পী।
আরও পড়তে পারেন: তেজস্বীকে দলের ‘মাথা’ ভাবলে মূর্খের স্বর্গে বাস করছেন, জল্পনা ওড়ালেন লালুপ্রসাদ যাদব
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।