নয়াদিল্লি: টেস্ট বাড়ে বলে মঙ্গলবারের তুলনায় বুধবার ভারতে করোনার দৈনিক সংক্রমণ বেশ কিছুটা বেড়ে যায়। এ দিনও ঠিক সেটাই হল। তবে সুস্থতার সংখ্যা সংক্রমণের থেকেও বেশি হওয়ার ফলে কমেছে সক্রিয় রোগী। আর সেই সঙ্গে কমেছে মৃতের সংখ্যাও।
নতুন সংক্রমণ একটু বাড়ল
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী বুধবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪৭ লক্ষ ৫৮ হাজার ৪৮১। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত ৬ হাজার ৩১৭।
গত ২৪ ঘণ্টায় ভারতে ১২ লক্ষ ২৯ হাজার ৫১২টি নমুনা পরীক্ষা হয়েছে। এ দিন সংক্রমণের হার ছিল ০.৫১ শতাংশ। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৭৮ হাজার ১৯০ জন। অর্থাৎ মোট রোগীর মাত্র ০.২২ শতাংশ রোগীই এখন বর্তমানে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ৯০৭ জন।
সংক্রমণ কোথায় কেমন
সংক্রমণ তুলনামূলক ভাবে বেশি থাকা রাজ্যগুলিতে গত ২৪ ঘণ্টায় পরিসংখ্যান জেনে নিন।
১) কেরল– ২,৭৪৮
২) মহারাষ্ট্র– ৮২৫
৩) তামিলনাড়ু– ৬০২
৪) পশ্চিমবঙ্গ– ৪৪০
৫) মিজোরাম– ১৯৭
৬) অন্ধ্রপ্রদেশ – ৯৫
৭) কর্নাটক– ২৯৫
সংক্রমণের থেকে অনেকটাই বেশি ছিল সুস্থতা
নতুন সংক্রমণের থেকে বুধবার বেশ কিছুটা বেশি রেকর্ড করা হয়েছে সুস্থতার সংখ্যাটিকে। সে কারণে সক্রিয় রোগীর সংখ্যা অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০৬ জন। এর ফলে এখনও পর্যন্ত ভারতে মোট সুস্থ হলেন ৩ কোটি ৪২ লক্ষ ৯ হাজার ১৬৬ জন। ভারতে সুস্থতার হার পৌঁছে গিয়েছে ৯৮.৪০ শতাংশে।
মৃতের সংখ্যা তিনশোর কাছাকাছি
এখনও বেশ কিছু রাজ্য তথ্য পরিমার্জন করে চলেছে। সে কারণে মৃতের সংখ্যা বেশ কিছুটা বেশিই রেকর্ড করা হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যাটা কিছুটা কমেছে। সেই সময়সীমায় মারা গিয়েছেন ৩১৮ জন। এর ফলে এখনও পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ৪ লক্ষ ৭৮ হাজার ৩২৫ জন। দেশে বর্তমানে মৃত্যুহার রয়েছে ১.৩৮ শতাংশ।
আরও পড়তে পারেন
হাড় কাঁপানো শীত হয়তো ফের জানুয়ারির শুরুতে
জ্বর ছিল না, গলা ব্যথাও না, তবুও আমায় হাসপাতালে নিয়ে যাওয়া হল: ওমিক্রনে সংক্রমিত দিল্লির বাসিন্দা
কবি সাহিত্যিক শরৎকুমার মুখোপাধ্যায় প্রয়াত
সজাগ থাকুন! ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে হাতে সূচ বিঁধিয়ে ছিনতাই
হলদিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন, ঝলসে মৃত কমপক্ষে ৩
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।