ami modi

ওয়েবডেস্ক: কর্তাটি যেমন, গিন্নিটিও তেমনই! অন্তত সিবিআই তো দাবি করছে সে রকমই!

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতির তদন্তে নেমে যে তথ্য উদ্ধার হয়েছে প্রাথমিক পর্যায়ে, তার ভিত্তিতে সিবিআই শুধু পলাতক নীরব মোদীই নয়, সঙ্গে সন্দেহ করছে পরিবারের বেশ কিছু সদস্যকেও। সন্দেহ তালিকায় নাম রয়েছে মোদীর ভাই নিশল, মামা মেহুল চিনুভাই চোকসির পাশাপাশি স্ত্রী অমিরও।

জানা গিয়েছে, জাতিতে হিন্দু ৪৮ বছর বয়সের এই মহিলা জন্মসূত্রে মার্কিন। নিউ ইয়র্কে তাঁর জন্ম এবং ওখানেই বেড়ে ওঠা। স্বাভাবিক ভাবেই তাঁর পাসপোর্টটিও আমেরিকার। হোয়ারথন বিজনেস স্কুল থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর।

ওই একই প্রতিষ্ঠানে নীরব মোদীও যখন পড়তেন, সেই সময় থেকেই দু’জনের আলাপ, যা ক্রমে গভীর বন্ধুত্ব এবং পরে বিয়ের দিকে এগোয়। ২০১০ সালে নীরব মোদীর বিখ্যাত হিরের গয়না প্রস্তুতকারক সংস্থায় অমি প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে যোগ দেন।

নীরবের সঙ্গে বিয়ের পর অমি তিন সন্তানের জন্ম দিয়েছেন। তাঁদের মেয়েদু’টির নাম অপশা এবং অনয়া আর ছেলেটির নাম রোহিন।

জানা গিয়েছে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নোটিশ পাঠানোর পরে নীরবের সঙ্গে দেশ ছেড়েছেন অমিও।

তবে, কর্তাটির মতো শুধুই হিরে নিয়ে ব্যবসা করেন না অমি। স্ত্রীকে নিয়ে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে নীরব না থেকে সাফ জানিয়েছিলেন মোদী, ‘ও হিরে যথেষ্টই ভালোবাসে’!

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here