ট্রেনে যাত্রার সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন নন-এসি স্লিপার কোচের যাত্রীরা। এসি কোচে লিকুইড হ্যান্ড ওয়াশের ব্যবস্থা থাকলেও, স্লিপার শ্রেণির জন্য এতদিন তা ছিল না। রেল শৌচালয় বা বেসিনে সাধারণত জল থাকলেও, হ্যান্ড ওয়াশের অভাবে অনেকেই অস্বস্তিতে পড়তেন।
অবশেষে যাত্রীদের দীর্ঘদিনের এই অভিযোগে সাড়া দিল রেলমন্ত্রক। শুক্রবার রেল কর্তৃপক্ষ জানিয়ে দিল, এবার থেকে নন-এসি স্লিপার কোচেও থাকবে লিকুইড হ্যান্ড ওয়াশের ব্যবস্থা। ইতিমধ্যেই এই বিষয়ে এক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।
রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রতিটি স্লিপার কোচের শৌচালয়ের বাইরে থাকা ওয়াশ বেসিনে পর্যাপ্ত পরিমাণ হ্যান্ড ওয়াশ রাখা হবে এবং নিয়মিত তা রিফিলও করা হবে। এর ফলে ট্রেন যাত্রায় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও স্বচ্ছতা রক্ষায় বড় পদক্ষেপ নেওয়া হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, কোভিড-পরবর্তী সময়ে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে যাত্রীদের সচেতনতা অনেকটাই বেড়েছে। সেই জায়গা থেকেই রেলমন্ত্রকের এই পদক্ষেপ প্রশংসনীয় বলে মনে করছেন সাধারণ যাত্রীরা।