rss

ওয়েবডেস্ক: নাগপুরে আরএসএসের মঞ্চে পৌঁছানোর পর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নিজেদের রীতিতে স্বাগত জানান সঙ্ঘ সদস্যরা। সঙ্ঘের পতাকা উত্তোলনের পর অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে প্রণববাবুকে ধন্যবাদ জানান মোহন ভাগবত। তাঁর পাশে বসেই সঙ্ঘ সদস্যদের কুচকাওয়াজ দেখছেন প্রণবাবু। প্রায় ৭০০ সদস্য অংশ নিয়েছেন ওই কুচকাওয়াজ প্রদর্শনীতে।

আরএসএসের সভায় যোগ দেওয়ার আগেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যান সংগঠনের প্রতিষ্ঠাতা কে বি হেডগেওয়ারের বাড়িতে। সংগঠনের দুই শীর্ষ নেতা মোহন ভাগবত এবং ভাইয়াজি যোশীর সঙ্গে তিনি ঘুরে দেখেন সেই বাড়ি। সেখানকার ভিজিটর বুকে প্রণববাবু লেখেন, “ভারতমাতার এক মহান সন্তানকে শ্রদ্ধা জানাতে এখানে এসেছি”।

সেখান থেকে তিনি চলে যান নাগপুরের রেশমব‌াগে  আরএসএস-এর ‘তৃতীয় বর্ষ সঙ্ঘ শিক্ষা বর্গ’-এর অনুষ্ঠান মঞ্চে। সংগঠনের সদস্যরা নিজেদের রীতি মেনেই প্রধান অতিথিকে স্বাগত জানান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here