gir hungry lionesss

ওয়েবডেস্ক: এশিয়াটিক সিংহদের পীঠস্থান গিরে ফের একবার সিংহকে হেনস্থার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। গত বছর একটি ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছিল একটি সিংহকে কী ভাবে বাইকে তাড়া করছে কয়েক জন যুবক। এ বার মুরগির টোপ দিয়ে সিংহিকে হেনস্থার অভিযোগ উঠল। ভাইরাল হয়ে গেল সেই ভিডিও।

সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে কয়েক জন যুবক একটি সিংহিকে মুরগির লোভ দেখিয়ে ক্রমশ বিরক্ত করে যাচ্ছে। অনেকক্ষণ ধরে মুরগির লোভ দেখিয়ে সিংহিকে বারবার বোকা বানানোর পরে অবশেষে তার মুখের সামনে মুরগিটাকে ছুড়ে দিল সেই ব্যক্তি।

তবে এ রকম ভিডিও এটাই প্রথম নয়। সিংহকে ঠিক এ রকম ভাবেই বিরক্ত করার জন্য গত মাসেই সাত জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযুক্তদের কবে গ্রেফতার করা হয় এখন সেটাই দেখার। দেখে নিন সেই ভিডিও।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here