বিজেপিতে গুরুত্ব বাড়ল লকেট চট্টোপাধ্যায়ের, পেলেন উত্তরাখণ্ডের ভোটের দায়িত্ব

0

খবরঅনলাইন ডেস্ক: বিজেপিতে গুরুত্ব বাড়ল হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। উত্তরাখণ্ডে আগামী বিধানসভা নির্বাচনে তাঁকে সহ-পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে দল। নতুন দায়িত্ব পেয়ে মোদী-শাহকে ধন্যবাদ জানিয়েছেন লকেট।

বিজেপিতে লকেটের গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন দলে তাঁর সতীর্থদের একাংশ। লকেট বীরভূমের ময়ূরেশ্বর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন পাঁচ বছর আগে। জিততে পারেননি। তার পরে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী করা হয় তাঁকে।

গত লোকসভা নির্বাচনে হুগলির মতো একটা কঠিন আসন থেকে জিতে সাংসদ হন তিনি। সেই কঠিন লড়াইয়ে জয়ের উপহার হিসেবেই গুরুত্ব বাড়ে লকেটের। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে যখন বিজেপির রাজ্য কমিটি যখন ঢেলে সাজানো হয়, তখন অন্যতম সাধারণ সম্পাদক করা হয় লকেটকে। রাজ্যে কৃষক সুরক্ষা অভিযানের দায়িত্বও দেওয়া হয় তাঁকে। এ বার ফের নতুন দায়িত্ব পেলেন তিনি

নতুন দায়িত্ব পাওয়ার পরে লকেট টুইটে লেখেন, “আমার উপর বিশ্বাস রেখে উত্তরাখণ্ডের নির্বাচনে সহ-পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নড্ডাকে ধন্যবাদ জানাই।”

লকেট আরও বলেন, ‘‘আমি দলের অনুগত কর্মী। এই দায়িত্ব দেওয়ায় আমি সম্মানিত। নিজের লোকসভা এলাকা ও বাংলার দায়িত্ব পালন করার পাশাপশি যতটা পারব এই নতুন দায়িত্ব পালন করব।”

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়ুন এখানে:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অন্তঃসত্ত্বা নাবালিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিকের বন্ধু গ্রেফতার

সুন্দরবনের দ্বীপাঞ্চলের মানুষের জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স পরিষেবা

হাজিরার ৪৮ ঘণ্টার মধ্যেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি

অসুস্থ মুকুল রায়, আর্জি রাখতে পিএসি মামলায় ২ দিন বাড়তি সময় দিল হাইকোর্ট

শরিয়তি আইন প্রতিষ্ঠাই মূল লক্ষ্য, জানিয়ে দিল তালিবান

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.