Homeখবরদেশরায়বরেলি নাকি ওয়েনাড়, কাকে বেছে নেবেন? জবাবে যা জানালেন রাহুল গান্ধী

রায়বরেলি নাকি ওয়েনাড়, কাকে বেছে নেবেন? জবাবে যা জানালেন রাহুল গান্ধী

প্রকাশিত

রায়বরেলি নাকি ওয়েনাড়? রাহুল গান্ধী এখন এই ক্লাসিক হ্যামলেটীয় দ্বিধার সম্মুখীন। দুটি আসনে জয়ের পর, তাঁকে এখন উত্তরপ্রদেশ এবং কেরলের মধ্যে একটি বেছে নিতে হবে। কিন্তু কংগ্রেস নেতা এখনও এই বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রস্তুত নন। মাইক্রোফোনের সামনে সংবিধানের একটি কপি রেখে রাহুল বলেন, “আমি দুটি আসনে থাকতে পারি না, তবে কোনটি ছাড়ব তা এখনও ঠিক করিনি।” 

২০১৯ সালে রাহুল বিজেপির স্মৃতি ইরানির কাছে অমেঠিতে পরাজিত হন। ২০২৪ সালে উত্তরপ্রদেশে ফিরে তিনি রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। এই আসনটিতেই তাঁর মা সনিয়া গান্ধী পাঁচবার জিতেছেন।

জাতীয় স্তরে রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি ৩৭০ আসনের লক্ষ্য নিয়ে এনডিএর জন্য ৪০০-র বেশি আসনের লক্ষ্য নির্ধারণ করেছিল। তবে ফলাফল ভিন্ন গল্প বলছে। বিজেপি যদিও ২৪০ আসনে জয়ী বা এগিয়ে থেকে একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছে, তবুও তাদের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। ৮০ জন সাংসদকে লোকসভায় প্রেরণকারী উত্তরপ্রদেশ এই ঘাটতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

নিজের আসন হারানো সত্ত্বেও ওমর আবদুল্লাহ বিরোধী দলের পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, “যখন আমরা দেশের ফলাফল সম্পর্কে কথা বলি, তখন হৃদয় আনন্দিত হয়।” তিনি উত্তরপ্রদেশে অখিলেশ যাদব, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুতে এম কে স্টালিন, মহারাষ্ট্রে শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের উদ্যোগের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ২৪০ আসনে জয়ী বা এগিয়ে থেকে ৫৪৩ সদস্যের লোকসভায় একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছে। বিজেপির প্রধান মিত্র টিডিপি এবং জেডি(ইউ) যথাক্রমে অন্ধ্রপ্রদেশ এবং বিহারে ১৬ এবং ১২ আসনে এগিয়ে বা জয়ী হয়েছে। অন্য মিত্রদের সমর্থন নিয়ে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক সংখ্যা ২৭২ পেরিয়ে গিয়েছে।

প্রাক্তন মন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন,”যেভাবে অখিলেশ যাদব উত্তরপ্রদেশে লড়াই করেছেন, মমতাদিদি বাংলায়, স্টালিন তামিলনাড়ুতে, শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রে এবং কংগ্রেসের পারফরম্যান্স, রাহুল গান্ধী, খাড়গে এবং প্রিয়াঙ্কাজির নেতৃত্বে সংখ্যা ১০০ ছুঁয়েছে। এক্সিট পোলের পর কেউ কল্পনাও করতে পারেনি যে বিরোধী দল এত ভালো পারফর্ম করবে”।

সাম্প্রতিকতম

মহিলা টি২০ বিশ্বকাপ: সেমিফাইনালে যাওয়া হল না, প্রতিযোগিতা থেকে বিদায় ভারতের

দুবাই: রবিবার গ্রুপ ‘এ’-র ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পরেও এবারের মহিলা টি২০ বিশ্বকাপে...

মানববন্ধনেই হবে ‘দ্রোহের কার্নিভাল’, সরকারি কর্মসূচি ভেস্তে দেবেন না, জানালেন জুনিয়র ডাক্তাররা

কলকাতার রানি রাসমণি রোডে মঙ্গলবার 'দ্রোহের কার্নিভাল' করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। কলকাতা পুলিশ অনুমতি না দিলেও, তাঁরা ধর্মতলা থেকে মানববন্ধন করবেন বলে জানিয়েছেন।

Google Meet-এ মিলবে ট্রান্সক্রিপশন ও রেকর্ডিংয়ের সুবিধা

ভার্চুয়াল বৈঠকের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হল ‘গুগল মিট’ (Google Meet)। সেই জনপ্রিয় ভার্চুয়াল মিটিং...

চিকিৎসক সংগঠনগুলির ডাকা ‘দ্রোহের কার্নিভাল’-এ যোগ দিচ্ছে এপিডিআর

কলকাতা: জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের উদ্যোগে আগামীকাল, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া 'দ্রোহের কার্নিভাল'-এ সাংগঠনিক...

আরও পড়ুন

সাইন ল্যাঙ্গুয়েজে অ্যাপ বানিয়ে অনেকের মুখে ভাষা জোগাচ্ছেন রূপমণি ছেত্রী

শৈশব থেকেই মূক ও বধির হওয়ায় একাকিত্বকে তীব্র ভাবে অনুভব করেছেন দার্জিলিংয়ের বাসিন্দা রূপমণি...

উৎসবের মরশুমে শেষ মুহূর্তের ট্রেন টিকিট বুকিং, IRCTC-র কারেন্ট বুকিং সুবিধা কী ভাবে পাবেন

উৎসবের মরশুম চলছে। অনেকেই বাড়ি ফিরে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে চাইছেন। কেউ আবার...

মহারাষ্ট্রের গড়চিরোলির আদিবাসী মহিলাদের কাছে সাক্ষাৎ দুর্গা ডা. রানি

মহারাষ্ট্রের জঙ্গলে ঘেরা জনপদ গড়চিরোলি। আদিবাসী অধ্যুষিত গড়চিরোলির গ্রামে ঋতুমতী মেয়েদের ঋতুস্রাব চলার সময়...
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত