নয়াদিল্লি: ১১ মার্চ ফলাফল। তার আগে বিভিন্ন সংবাদ মাধ্যম ও জনমত সমীক্ষা সংস্থার বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশিত হল বৃহস্পতিবার। প্রায় সব সংস্থাই উত্তর প্রদেশে এগিয়ে রেখেছে বিজেপি-কে। যদিও দুএকটি সংস্থা বিজেপির সরকার গড়ার সম্ভাবনা দেখালেও, বেশিরভাগেরই ইঙ্গিত সে রাজ্যে ত্রিশঙ্কু বিধানসভা গঠিত হওয়ার দিকে। তেমন যদি হয়, তাহলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। কারণ, সব সমীক্ষাতেই তাঁর দল রয়েছে তৃতীয় স্থানে।
অন্যদিকে সমীক্ষায় ইঙ্গিত মনিপুরের পাশাপাশি পঞ্জাবও দখলের সম্ভাবনা কংগ্রেসের। যদিও পঞ্জাবে আপকেও এগিয়ে রেখেছে একটি সংস্থা। উত্তরাখণ্ডে বিজেপি ভাল অবস্থায় থাকলেও, গোয়ায় কিন্তু জোর লড়াই।
আমরা দেখে নেব উত্তর প্রদেশ ও পঞ্জাবের বুথ ফেরত সমীক্ষায় কেমন ফলাফলের সম্ভাবনা দেখছে বিভিন্ন সংবাদ মাধ্যম।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।