কলকাতা: এক লিটার পেট্রোলের দাম ১০৬ টাকা ৩০ পয়সা। লিটার পিছু ডিজেলের দাম ৯২ টাকা ৭৬ পয়সা। আর ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭৯ টাকা। তবে আন্তর্জাতিক বাজারের নিরিখে এই দাম আরও বেশি হওয়ার কথা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে জ্বালানির দাম যথেষ্ট কম রয়েছে বলেই দাবি করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি।
শুক্রবার তিনি বলেন, গত দুই বছরে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম ৩০০ শতাংশ বেড়েছে, কিন্তু সেই তুলনায় ভারতে কম কম। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে, ভারত নিজের ক্ষমতা দেখিয়েছে। দেশের সাধারণ নাগরিকের উপর যাতে এর প্রভাব ন্যূনতম পড়ে, তা নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার।
বিবৃতিতে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, সৌদি সিপি মূল্য (গ্যাস আমদানির জন্য ভারতের মানদণ্ড) গত ২৪ মাসে ৩০৩ শতাংশ বেড়েছে। একই সময়ে, ভারতে এলপিজি-র দাম তার ১০ ভাগের এক ভাগেরও কম বা মাত্র ২৮ শতাংশ বেড়েছে।
তিনি আরও বলেছেন, ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের আগস্ট পর্যন্ত বিশ্বের প্রতিটি অঞ্চলে গ্যাসের দামে বড়ো ধরনের বৃদ্ধি হয়েছে। বিশ্বের অন্যান্য গ্যাস বেঞ্চমার্ক, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে হেনরি হাব, ১৪০ শতাংশ, যুক্তরাজ্যে জেকেএম ২৫৭ শতাংশ এবং এবিপি ২৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, তবে ভারতে সিএনজি এবং পিএনজির দাম ৭১ শতাংশ বেড়েছে।
তাঁর দাবি, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মুখে অভূতপূর্ব স্থিতিস্থাপকতা দেখিয়েছে ভারত। বিশ্বব্যাপী অপরিশোধিত তেল ও গ্যাসের দামের অস্থিরতা কমাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার।