sp (north) lucknow
'বস' ছেলে। ছবি এএনআই টুইটার।

লখনউ: ছেলেকে অফিসে ঢুকতে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন বাবা। সজোর একটা স্যালুট ঠুকলেন। একটা গর্বের মুহূর্ত তৈরি হল বিভূতি খণ্ড পুলিশ স্টেশনের কনস্টেবল জনার্দন সিং-এর জীবনে। হবে না-ই বা কেন? ছেলে যে বাবারই ‘বস’।

আইপিএস অফিসার অনুপ কুমার সিং এসপি (নর্থ) হয়ে উত্তরপ্রদেশের বিভূতি খণ্ড পুলিশ স্টেশনের দায়িত্ব নিলেন। সেই থানাতেই জনার্দন কনস্টেবল।

কয়েক ঘণ্টা আগেই বাবার পা ছুঁয়ে দিনের কাজ শুরু করেছিলেন অনুপ। আর যে মুহূর্তে অনুপ অফিসে এলেন, জনার্দন স্যালুট করে ‘বস’ ছেলের নির্দেশ মানার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সংবাদসংস্থা এএনআইকে জনার্দন বলেন, “ছেলেকে সিনিয়র হিসাবে পেয়ে আমার খুব গর্ব হচ্ছে। এটা আমার কাছে একটা সম্মানের ব্যাপার। ওর অধীনে কাজ করতে পেরে ভালো লাগছে।”

তাঁদের সম্পর্ক যে কাজে কোনো প্রভাব ফেলবে না সে কথা জানিয়ে দিতে ভোলেন না জনার্দন। বলেন, “প্রত্যেকের একটা ব্যক্তিগত আর পেশাদার জীবন থাকে। আমাদের পদ অনুযায়ী যার যা কাজ তা চালিয়ে যাব।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here