মাদ্রাজ হাইকোর্ট সম্প্রতি রায় দিয়েছে, মহিলাদের সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে গ্রেফতারে থাকা আইনি বিধিনিষেধ বাধ্যতামূলক নয়, বরং এটি কেবলমাত্র নির্দেশিকা হিসেবে বিবেচিত হবে। বিচারপতি জি আর স্বামীনাথন এবং বিচারপতি এম জ্যোতিরামনের ডিভিশন বেঞ্চ জানায়, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর জন্য এটি সতর্কতামূলক ব্যবস্থা হলেও, এর ব্যতিক্রম ঘটলে গ্রেফতারকে অবৈধ বলা যাবে না। তবে, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাকে অবশ্যই যথাযথ কারণ ব্যাখ্যা করতে হবে।
আইনের ব্যাখ্যা ও ব্যতিক্রম
আদালত জানায়, আইন অনুসারে রাতের বেলায় মহিলাদের গ্রেফতার করা যাবে না, তবে ব্যতিক্রমী পরিস্থিতিতে তা সম্ভব। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। তবে, আদালত উল্লেখ করেছে যে আইনে ‘ব্যতিক্রমী পরিস্থিতি’ কীভাবে সংজ্ঞায়িত হবে তা স্পষ্ট নয়।
নতুন নির্দেশিকা তৈরির নির্দেশ
আদালত পুলিশ বিভাগকে স্পষ্ট নির্দেশিকা তৈরি করার পরামর্শ দিয়েছে, যাতে রাতের বেলায় মহিলাদের গ্রেফতারের জন্য কী কী শর্ত পূরণ করতে হবে তা নির্ধারিত হয়। পাশাপাশি, রাজ্য সরকারকে ভারতীয় আইন কমিশনের ১৫৪তম প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৪৩ নম্বর ধারা সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছে।
শৃঙ্খলামূলক ব্যবস্থার পুনর্বিবেচনা
আদালত আগের একটি একক বেঞ্চের নির্দেশকে বাতিল করে জানিয়েছে, রাতের বেলায় এক মহিলাকে গ্রেফতার করার জন্য পুলিশ ইন্সপেক্টর অনিতা এবং হেড কনস্টেবল কৃষ্ণভেনীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। তবে, আদালতের কাছে ভুল তথ্য উপস্থাপন করার কারণে সাব-ইন্সপেক্টর দীপার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বহাল রাখা হয়েছে।
মাদ্রাজ হাইকোর্টের এই রায় রাতের বেলায় মহিলাদের গ্রেফতারের আইনি জটিলতা দূর করতে পারে এবং পুলিশি কার্যক্রমকে আরও স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।