উত্তর প্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ ২০২৫। প্রথম অমৃত স্নানের দিন সঙ্গমে প্রায় ১ কোটি ভক্ত পবিত্র স্নান করেছেন বলে জানিয়েছেন উত্তর প্রদেশ পুলিশের ডিজি প্রশান্ত কুমার। ভক্তদের ভিড় অব্যাহত রয়েছে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পুলিশ কর্মীরা নিয়োজিত রয়েছেন।
ডিজি প্রশান্ত কুমার আরও জানান, সঙ্গম এলাকায় নিরাপত্তা জোরদার করতে ড্রোন নজরদারি ও আন্ডারওয়াটার ড্রোন ব্যবহার করা হয়েছে। এখনো পর্যন্ত প্রয়াগরাজ এবং রাজ্যের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। মুখ্যমন্ত্রীর কার্যালয় ও শীর্ষ আধিকারিকরা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন।
মহাকুম্ভ মেলায় শুধু দেশের নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরাও অংশ নিচ্ছেন। স্পেন থেকে আসা ফারমিন এজকারদিয়া বলেন, “আমি ভারতের প্রতি খুবই উচ্ছ্বসিত। ১২ বছর আগে কুম্ভ মেলায় চার দিন কাটিয়েছিলাম, তা আমার জন্য যথেষ্ট ছিল না। এবার ৩০ দিনের জন্য এসেছি।”
স্পেনের আরেক ভ্রমণকারী হাভিয়ের ডি উসকালেরিয়া বলেন, “আমি ১৯৮৪ সালে প্রথমবার ভারতে এসেছিলাম এবং এরপরে ছয়বার এসেছি। আগের মহাকুম্ভে এসেছিলাম ১২ বছর আগে। এবার এটি আরও চমকপ্রদ মনে হচ্ছে।”
ইতালি থেকে আগত এক পর্যটক মহাকুম্ভের আধ্যাত্মিক পরিবেশের প্রশংসা করে বলেন, “এখানে যে আধ্যাত্মিকতা এবং অনুভূতি আছে, তা বিশ্বের অন্য কোথাও নেই।”
সারা বিশ্ব থেকে আসা ভক্ত ও পর্যটকদের মিলনে মহাকুম্ভ ২০২৫ একটি বিশ্বজনীন উৎসবের রূপ নিয়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনার পাশাপাশি নিরাপত্তার বিষয়েও বিশেষ নজর দেওয়া হয়েছে।