বুধবার ভোরে প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, গুরুতর আহত কমপক্ষে ৬০ জন। উত্তরপ্রদেশ পুলিশের তথ্য উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই এই তথ্য জানিয়েছে। প্রয়াগরাজের ডিআইজি বৈভব কৃষ্ণ বুধবার সন্ধ্যায় সরকারি ভাবে হতাহতের সংখ্যা ঘোষণা করেন।
উত্তরপ্রদেশ সরকারের দাবি, মৌনী অমাবস্যার ‘শাহি স্নান’ উপলক্ষে কয়েক কোটি পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে ভিড় জমিয়েছিলেন। মঙ্গলবার রাত থেকেই ঘাটের কাছে অতিরিক্ত ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে পড়ে। হুড়োহুড়ির মধ্যে অনেকে পড়ে যান, তাঁদের মাড়িয়েই এগিয়ে যান অন্যরা। গুরুতর আহত পুণ্যার্থীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ প্রচুর মানুষ সঙ্গমের তীরে এসে পৌঁছান। অনেকেই মাথায় ভারী মালপত্র নিয়ে এসেছিলেন স্নান করতে। ঘাটের কাছে লোহার ডাস্টবিন ছিল, যা ভিড়ের মধ্যে অনেকের চোখে পড়েনি। ফলে ধাক্কা লেগে অনেকেই পড়ে যান, তাঁদের সঙ্গে আরও অনেকে ধাক্কা খেয়ে পড়ে যান। এরপরই শুরু হয় হুড়োহুড়ি, পদপিষ্টের ঘটনা।
যোগী সরকার আগেই দাবি করেছিল, ভিড় নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু তবু কেন এত বড় দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ ও কেন্দ্রীয় আধাসেনা চেষ্টার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।