মুম্বই: একের পর এক নাটকীয় মোড়। মহারাষ্ট্রের রাজনৈতিক চাপানউতোরে নতুন মাত্রা যোগ করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। বৃহস্পতিবার বিদ্রোহী বিধায়কদের উদ্দেশে তাঁর বার্তা, ২৪ ঘণ্টার মধ্যে মুম্বই ফিরলে এনসিপি-কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদের দাবি বিবেচনা করবে দল।
কয়েক দিন ধরেই একের পর এক নাটকীয় ঘটনা মহারাষ্ট্রের রাজনীতিতে। যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সরকারি বাসভবনও ছেড়ে দিয়েছেন তিনি। পরিস্থিতি বিবেচনায় রেখে শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রীপদে বসিয়ে জোট সরকার টিকিয়ে রাখতে মরিয়া কংগ্রেস এবং এনসিপি। এমন বার্তা পেয়েই একনাথ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, শিবসেনাকে টিকিয়ে রাখতে অবিলম্বে দুই শরিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা জরুরি। এ দিন একনাথের সেই দাবি বিবেচনার প্রতিশ্রুতি দিলেন উদ্ধব-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সঞ্জয় রাউত।
এ দিন সঞ্জয় বলেন, গুয়াহাটিতে রয়েছেন বিধায়করা। এ ভাবে তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব নয়। তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে মুম্বই ফিরে আসুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করুন। আমরা বর্তমান জোট শরিকদের বিষয়টি নিয়ে বিবেচনা করব। কিন্তু এর জন্য তাঁদের এখানে আসতে হবে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে হবে।
গতকাল মন্ত্রীসভার বৈঠকের পর দলের বিধায়কদের স্পষ্ট বার্তা দেন উদ্ধব। জানিয়ে দেন, এক জন বিধায়কও যদি তাঁকে না চান, তা হলে পদত্যাগের জন্য তৈরি তিনি। তার পরই শোনা যায়, উদ্ধবকে অপসারণ করে একনাথকে মুখ্যমন্ত্রীপদে বসানোর পরামর্শ দিয়েছেন কংগ্রেস এবং এনসিপি নেতৃত্ব। কিন্তু বেঁকে বসেছেন খোদ একনাথ।
একনাথ টুইটারে লেখেন, “গত আড়াই বছরের জোট সরকারে লাভবান হয়েছে কংগ্রেস, এনসিপি। যেখানে অন্যান্য দল শক্তিশালী হয়েছে, সেখানে সেনা শুধুমাত্র দুর্বল হয়েছে। যা দেখে শিব সৈনিকরা অবাক হয়েছেন”।
তিনি আরও লেখেন, “দল এবং শিব সৈনিকদের বেঁচে থাকার জন্য অস্বাভাবিক জোট থেকে বেরিয়ে আসা জরুরি। মহারাষ্ট্রের স্বার্থে এখনই এই সিদ্ধান্ত নেওয়া দরকার”।
প্রসঙ্গত, ২৮৮ সদস্যের মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনার বিধায়ক ৫৫। যাঁদের মধ্যে ৪২ জনই শিন্ডের সঙ্গে রয়েছেন বলে দাবি করা হচ্ছে। ফলে তাঁরা যদি ইস্তফা দেন, তা হলে শিবসেনার বিধায়ক সংখ্যা নেমে আসতে পারে ১৩-য়। সংখ্যা গরিষ্ঠতা হারাবে জোট সরকার। এমন পরিস্থিতিতে সরকারে থাকতে বিকল্প পথ ধরতে পারে শিবসেনা।
আরও পড়তে পারেন:
প্রাথমিকে নিয়োগ মামলায় সিবিআই তদন্ত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে
কোলে ২ বছরের সন্তান, কয়লা-কাণ্ডে ইডি দফতরে হাজিরা অভিষেক-পত্নী রুজিরার
মন্ত্রী নাকভিকে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর করতে পারে কেন্দ্র
হাওড়া ব্রিজে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই চালক-সহ জখম ১২
দক্ষিণবঙ্গে আপাতত ‘শীতঘুম’-এ বর্ষা, বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির বেশি কিছুর আশা নেই