Homeখবরদেশপ্রয়াগরাজে দেড় মাসের মহাকুম্ভমেলায় উৎসাহে বিন্দুমাত্র ভাটা নেই   

প্রয়াগরাজে দেড় মাসের মহাকুম্ভমেলায় উৎসাহে বিন্দুমাত্র ভাটা নেই   

প্রকাশিত

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা-যমুনা-সরস্বতীর সংগমে মাসাধিক কাল ধরে চলছে মহাকুম্ভমেলা। প্রয়াগরাজে প্রতি ১২ বছর বসে পূর্ণকুম্ভমেলা। মাঝে হয় অর্ধকুম্ভমেলা। অর্থাৎ প্রতি ছয় বছর অন্তর প্রয়াগরাজে কুম্ভমেলা বসে। একটি পূর্ণকুম্ভমেলার ছয় বছর পরে বসে অর্ধকুম্ভমেলা। এবং অর্ধকুম্ভের ছয় বছর পরে ফের পূর্ণকুম্ভ। এ রকম ১২টি পূর্ণকুম্ভের পরে আসে মহাকুম্ভ যোগ। অর্থাৎ ১৪৪ বছর পরে আসে সেই বিরল যোগটি। এ বছরের পূর্ণকুম্ভমেলা সেই বিরল যোগের মহাকুম্ভমেলা।

kumbha snan 1 13.02

চলছে পুণ্যস্নান। ছবি: সঞ্জয় হাজরা।

গত ১৩ জানুয়ারি পৌষী পূর্ণিমা থেকে শুরু হয়েছে এই মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত। প্রায় দেড় মাসব্যাপী এই মহাকুম্ভমেলায় শাহী স্নান যোগ রয়েছে ছ’টি। গত ১২ ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার দিনটি ছিল পঞ্চম শাহী স্নানের যোগ। ষষ্ঠ তথা সর্বশেষ শাহী স্নানের যোগ রয়েছে ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে।

kumbha sangam 13.02

নজরদারি চলছে সংগমে। ছবি: সঞ্জয় হাজরা।

এই বিরল যোগের মহাকুম্ভে ত্রিবেণিসংগমে পুণ্যস্নান করতে দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশ থেকেও মানুষ ছুটে আসছেন। কোটি কোটি মানুষের সমাগম হচ্ছে ত্রিবেণিসংগমে। মহাকুম্ভমেলায় রাত্রিবাসের জন্য যেমন রাজ্য সরকারের তরফে বিলাসবহুল তাঁবুর ব্যবস্থা করা হয়েছে, তেমনই রয়েছে বিভিন্ন আশ্রম-আখড়ার ব্যবস্থাপনায় সাধারণ তাঁবু। এর বাইরেও বহু মানুষ খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন।

kumbha chinmay 13.02

দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সাধু-সন্তরা। যেমন এসেছেন পরমার্থ নিকেতনের স্বামী চিদানন্দ সরস্বতী মহারাজ। ছবি: সঞ্জয় হাজরা।

মহাকুম্ভমেলায় তীর্থযাত্রী-পর্যটকদের যে সমাগম হচ্ছে তা বোধহয় সরকারি কর্তৃপক্ষেরও হিসেবের বাইরে ছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুসজ ছুটে যাচ্ছেন ট্রেনে তো বটেই, নিজস্ব যানে। ফলে প্রয়াগরাজের বহু বহু আগে থেকেই হচ্ছে যানজট। সেই যানজটের দৈর্ঘ্য নাকি ৩০০ কিমি ছাড়িয়ে গিয়েছে। কুম্ভের ইতিহাসে এ রকম কখনও ঘটেছে বলে জানা যায়নি। ফলে বহু মানুষকে প্রয়াগরাজে ঢুকতে বিপুল বিলম্ব হচ্ছে। সমস্ত পরিকল্পনা নস্যাৎ হয়ে যাচ্ছে। তার পর প্রয়াগরাজে পৌঁছে মাইলের পর মাইল হাঁটতে হচ্ছে সংগমে যাওয়ার জন্য। এত কষ্টের পরেও কিন্তু মানুষের উৎসাহের অন্ত নেই।

kumbha east 13.02

কত মানুষ কত কামনা নিয়ে এসেছেন। বাদ যাননি ইস্টবেঙ্গলের সমর্থকরাও। তাঁদের ক্লাবের সাফল্য কামনা করে ডুব দিতে এসেছেন সংগমে। ছবি: সঞ্জয় হাজরা।

এরই মাঝে বিপত্তিও ঘটেছে মহাকুম্ভমেলায়। একাধিক বার বিভিন্ন তাঁবুতে আগুন লেগেছে। তাতে অবশ্য কোনও জীবনহানি হয়নি। কিন্তু ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার শাহী স্নানে ঘটে যায় পদপিষ্টের ঘটনা। সরকারি মতে সেই ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়। তবে বেসরকারি হিসেবে, মৃতের সংখ্যাটা অনেক অনেক বেশি। বিরোধী দলগুলির অভিযোগ, যোগী আদিত্যনাথ সরকারের ব্যবস্থাপনার ত্রুটিতেই এত বড়ো দুর্ঘটনা ঘটল।

তবে এর পরেও মেলায় আসার ব্যাপারে পুণ্যার্থীদের উৎসাহে এতটুকু ভাটা পড়েনি। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি, সাধু-সন্ত থেকে শুরু করে ভিআইপি – এই জনস্রোত চলবে অন্তত মহাশিবরাত্রি পর্যন্ত।

সাম্প্রতিকতম

ইলন মাস্কের ‘গ্রক’ ভারতে বিতর্কের ঝড় তুলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যিই নিরপেক্ষ?

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট 'গ্রক' ভারতে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। রাজনৈতিক প্রসঙ্গ ও অকপট উত্তরের কারণে এটি প্রশ্নের মুখে। এআই কি সত্যিই নিরপেক্ষ?

সুস্বাদু ও স্বাস্থ্যকর! দুশ্চিন্তা, খাই খাই ভাব কমায় পেস্তাবাদাম

পেস্তাবাদাম শুধু সুস্বাদু নয়, বরং স্বাস্থ্যকরও! এটি হার্টের বন্ধু, ক্যানসার প্রতিরোধে সহায়ক ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। জেনে নিন পেস্তার অসাধারণ উপকারিতা।

হাওড়ার বেলগাছিয়ায় ধস: পাইপলাইন সংস্কার নাকি ভাগাড়ের মিথেন গ্যাস? কী বলছেন বিশেষজ্ঞরা?

হাওড়ার বেলগাছিয়ায় ধসের কারণ কী? পাইপলাইন সংস্কারের গাফিলতি নাকি ভাগাড়ে জমে থাকা মিথেন গ্যাস? বিশেষজ্ঞদের মতামত ও রাজনৈতিক তরজায় তোলপাড় হাওড়া।

দক্ষিণবঙ্গে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা

আজ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও কাল থেকে আবহাওয়া উন্নতি হবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, তবে আপাতত তীব্র গরমের আশঙ্কা নেই।

আরও পড়ুন

বিচারপতির বাসভবনে নগদ অর্থ, প্রথমবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল সুপ্রিম কোর্ট, তদন্ত কমিটি গঠন

দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাসভবনে উদ্ধার হওয়া নগদ অর্থ নিয়ে সুপ্রিম কোর্ট তদন্ত কমিটি গঠন করেছে। বিচারপতির বদলির সুপারিশের পাশাপাশি, তাকে আপাতত বিচারিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চিনের নতুন প্রশাসনিক জেলা ঘোষণা, লাদাখের অংশ অন্তর্ভুক্ত— কড়া প্রতিবাদ ভারতের

চিনের দুটি নতুন প্রশাসনিক জেলা ঘোষণা নিয়ে কড়া প্রতিবাদ জানালো ভারত। লাদাখের অংশ অন্তর্ভুক্ত করায় কূটনৈতিকভাবে আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য ঐতিহাসিক দিন’, আসন পুনর্বিন্যাস নিয়ে যৌথ বৈঠকে বললেন স্ট্যালিন, গরহাজির তৃণমূল

লোকসভা আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে চেন্নাইয়ে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের ডাকা বৈঠকে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি থাকলেন না।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে