Homeখবরদেশ‘সরকার গড়তে বহুমত, দেশ চালাতে সহমত’, অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের শুরুতেই বার্তা...

‘সরকার গড়তে বহুমত, দেশ চালাতে সহমত’, অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের শুরুতেই বার্তা প্রধানমন্ত্রীর

প্রকাশিত

অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের শুরুতেই সরকার পরিচালনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের দলের একক সংখ্যাগরিষ্ঠতা নেই। জোট সঙ্গী নিয়েই সরকার গঠন করতে হয়েছে। তাই লোকসভা অধিবেশনের শুরুতেই তিনি জানিয়ে দিলেন সহমতের ভিত্তিতে সরকার পরিচালনা করবেন তিনি। তৃতীয়বার নির্বাচিত হয়ে দায়িত্ব তিন গুণ বেড়ে গিয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

লোকসভায় সোমবার সাংসদ হিসাবে শপথগ্রহণ করেন মোদী। তাঁর মন্ত্রিসভার সদস্যরাও একে একে শপথ নেন। প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাব শপথগ্রহণের তত্ত্বাবধান করেন। সাংসদদের শপথগ্রহণ চলবে মঙ্গলবার পর্যন্ত। ২ বা ৩ জুলাই লোকসভার বিতর্কে অংশ নিতে পারেন মোদী।

বিরোধিতা উড়িয়ে প্রোটেম স্পিকার পদে শপথ নিলেন ভর্তৃহরি মহতাব

অধিবেশন শুরুর আগের ভাষণে ইন্দিরা গান্ধীর আমলের কংগ্রেস সরকারকেও আক্রমণ করেন মোদী। তিনি বলেন, ‘‘৫০ বছর আগে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল, যা দেশের অন্ধকার অধ্যায় এবং গণতন্ত্রের উপর কালো দাগ ছিল। আর কখনও সেই আঁধার নেমে আসবে না এই দেশে।’’

বিরোধীদের উদ্দেশে মোদী বলেন, ‘‘এখনও পর্যন্ত বিরোধীরা আমাকে হতাশ করেছে। তবে আশা করছি, সংসদে তারা সুষ্ঠু ভাবে তাদের দায়িত্ব পালন করবে। মানুষ স্লোগান নয়, কাজ চায়।’’

এবারের লোকসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তাদের নেতৃত্বাধীন জোট ২৯২টি আসন পেয়েছে। বিজেপি এককভাবে পেয়েছে মাত্র ২৪০টি আসন। অন্যদিকে, কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ পেয়েছে ২৩৩টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিজেপি শরিক দলগুলির সাহায্যে সরকার গড়েছে, এবং সেই নমনীয়তার প্রতিফলন দেখা গেল মোদীর ভাষণেও। তিনি বলেন, ‘আমরা মানি, সরকার গঠনের জন্য বহুমতের প্রয়োজন। আর একই ভাবে দেশ চালানোর জন্য সহমতের প্রয়োজন রয়েছে। আমরা সকলকে সঙ্গে নিয়ে মা ভারতীর সেবা করার চেষ্টা করব। ১৪০ কোটি দেশবাসীর আশা-আকাক্ষ্মা পূরণ করার চেষ্টা করব।’  

মোদীর ভাষণের পর জাতীয় সঙ্গীতের সঙ্গে লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়। প্রোটেম স্পিকার মোদীকে লোকসভার নেতা ঘোষণা করেন এবং ওয়েনাড়ের সাংসদ পদ থেকে রাহুল গান্ধীর ইস্তফাও গ্রহণ করেন তিনি।

এই অধিবেশন চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও বিল নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর বার্তা ও সহযোগিতামূলক মনোভাব নতুন সরকারের কার্যক্রমে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে সেটাই দেখার।

সাম্প্রতিকতম

চিকিৎসক-সরকার আলোচনায় মধ্যস্থতায় করতে চেয়ে দু’পক্ষকে ইমেল অপর্ণা, সুজাত ভদ্রদের, অনশন প্রত্যাহারের আবেদন

জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে উদ্বেগ প্রকাশ করে অপর্ণা সেনসহ বিদ্বজ্জনেরা চিকিৎসক ও রাজ্য প্রশাসনের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

নিরাপত্তা শিকেয়! পুলিশের নাকের ডগা দিয়ে এসএসকেএমএ হকি স্টিক, উইকেট নিয়ে তাণ্ডব, মাথা ফাটল রোগীর আত্মীয়ের

কলকাতার এসএসকেএম হাসপাতালে হকি স্টিক নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। রোগীর আত্মীয়কে মারধর, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন।

বাংলাদেশের যশোরেশ্বরী মন্দির থেকে মুকুট চুরির ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের

খবর অনলাইনডেস্ক: বাংলাদেশের সাতক্ষীরায় যশোরেশ্বরী কালীমন্দির থেকে সোনার মুকুট চুরি হয়ে যাওয়ার ঘটনায় কড়া...

হাওয়ার গতিপথ বদলাচ্ছে, দিনদুয়েকের মধ্যেই বর্ষা বিদায়, তবে বৃষ্টি আপাতত বন্ধ হচ্ছে না

খবর অনলাইনডেস্ক: হাওয়ার গতিপথ বদলাতে শুরু করেছে। দখিনা হাওয়াকে সরিয়ে বায়ুমণ্ডলে ঢুকতে শুরু করেছে...

আরও পড়ুন

মুম্বইয়ে খুন অজিতপন্থী নেতা বাবা সিদ্দিকি, লরেন্স বিষ্ণৈ গ্যাংয়ের যোগ থাকার সম্ভাবনা

খবর অনলাইনডেস্ক: সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা...

ইউএপিএ মামলায় মুক্তি পাবার ৭ মাস পর মানবাধিকার কর্মী ড. জি এন সাইবাবার মৃত্যু

৫৭ বছর বয়সে সাবেক দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোকারাকোন্ডা নাগা সাইবাবার মৃত্যু হয়েছে। ৩,৭৯৯ দিন কারাবাসের পর মুক্তি পেয়েছিলেন তিনি।

অন্ধত্ব তাঁকে দমাতে পারেনি, দৃষ্টিহীন ভূমিকা এখন ইউটিউব ‘কুকিং স্টার’

তিনি শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম। চোখের বিরল অসুখে আক্রান্ত হয়ে মাত্র ৩৫ বছর...
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত