Home খবর দেশ ১ জুন ‘ইন্ডিয়া’র বৈঠক ডাকলেন খড়্গে, ত্রাণে গুরুত্ব দিয়ে যাবেন না মমতা

১ জুন ‘ইন্ডিয়া’র বৈঠক ডাকলেন খড়্গে, ত্রাণে গুরুত্ব দিয়ে যাবেন না মমতা

আগামী ১ জুন সপ্তম তথা শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে। ওই দিনেই দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। তবে ওই বৈঠকে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ইন্ডিয়া জোটের বৈঠক ১ জুন। আমি তাদের জানিয়েছি যে আমি যোগ দিতে পারব না, কারণ ওই দিন পশ্চিমবঙ্গে ১০টি আসনে নির্বাচন রয়েছে। পাঞ্জাব, বিহার এবং উত্তরপ্রদেশেও ১ জুন নির্বাচন রয়েছে। একদিকে সাইক্লোন, অন্যদিকে নির্বাচন—আমাকে সবকিছু সামলাতে হবে। সাইক্লোন পরবর্তী ত্রাণ কাজ আমার প্রথম অগ্রাধিকার।”

তবে বিরোধী জোটের বৈঠকে তৃণমূলের কোনও প্রতিনিধি যাবেন কি না, সে ব্যাপারে মমতা কিছু স্পষ্ট করেননি। ওই দিন মমতার নিজস্ব ভোটও রয়েছে, কারণ তিনি দক্ষিণ কলকাতার ভোটার। ‘ইন্ডিয়া’ জোটের সমন্বয় কমিটির অন্যতম সদস্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী, এবং ওই দিন তাঁরও ভোট রয়েছে।

আরও পড়ুন। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার, ‘অবিলম্বে আর্থিক সাহায্য’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘ইন্ডিয়া’ সরকারের গঠনের জন্য তিনি বাইরে থেকে সমর্থন দিতে প্রস্তুত। সোমবারের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সভায় মমতা বলেন, “তৃণমূল ছাড়া ‘ইন্ডিয়া’র সরকার হবে না। এখানে কংগ্রেস এবং সিপিএম চাইছে ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দিতে।”

তৃতীয় দফা ভোটের পর মমতা বলেন, “তিন দফা ভোট হয়েছে, তাতেই কুপোকাত। আমরা সবাই মিলে ইন্ডিয়া জোটের সরকার গড়ব। ওরা বড় জোর ১৯০-১৯৫, অন্যদিকে ইন্ডিয়া জোট ৩১৫, তাও ৩-৪টে দলকে ধরা হয়নি। মোদি আর আসবে না।”

এই পরিস্থিতিতে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেউ দিল্লির বৈঠকে উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। 

এই পরিস্থিতিতে মমতার সিদ্ধান্ত এবং বক্তব্যে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর সাইক্লোন পরবর্তী ত্রাণ কাজকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া শেষ দফা ভোটের আগে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version