প্রাক-নির্বাচনী টানা পোড়েন এখন অতীত। সূত্রের খবর, প্রিয়ঙ্কার গান্ধী বঢরার (Priyanka Gandhi Vadra) হয়ে প্রচারে ওয়ানাড যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয়ঙ্কা গান্ধী ওয়ানাড থেকে তাঁর নির্বাচনী লড়াইয়ের অভিষেক করতে যাচ্ছেন। এনডিটিভি- প্রতিবেদন অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের সূত্র জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয়ঙ্কার পক্ষে প্রচার চালাতে ইচ্ছুক।
গত ডিসেম্বরে ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা প্রিয়ঙ্কাকে বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দিয়েছিলেন। ওই কেন্দ্রে দাঁড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধী কেরলের ওয়ানাড এবং উত্তরপ্রদেশের রায়বরেলি, দু’টি আসনেই জয়লাভ করেন। রাহুল ওয়ানাডের আসন ছেড়ে রায়বেরেলি ধরে রেখেছেন। তিনি দ্বিতীয়বার ওয়ানাডে ৩.৬ লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিলেন।
আপাতত তিহাড়েই থাকতে হবে কেজরিওয়ালকে, জামিনে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট
তবে রাজনৈতিক মহলের মতে, মমতা ও কংগ্রেসের মধ্যে নতুন করে সম্পর্ক জোড়া লাগার কারণ হল অধীররঞ্জন চৌধুরীর পরাজয়। অধীর চৌধুরী বহরমপুর আসনে পাঁচবার জয়ী হওয়ার পর এবার হেরে গিয়েছেন। তিনি বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগও করেছেন। যদি কংগ্রেস হাইকমান্ডের তরফে সেই পদত্যাগ গ্রহণ করা হয়েছে কি না তা জানানো হয়নি।
ঘটনাচক্রে অধীরের পদত্যাগ পর্বের মধ্যে রাজ্যে আসেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তিনি বৈঠকও করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সূত্রের খবর সেই বৈঠকেই আলোচনা হয় প্রিয়ঙ্কার প্রচারে যাওয়া নিয়ে।
এমনিতে মমতা ও গান্ধী পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু ভোটের আগে থেকে অধীর চৌধুরীর কটাক্ষ তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দুরত্ব তৈরি করেছিল। তৃণমূল এবারের লোকসভা নির্বাচনে ৪২টি আসনের মধ্যে ২৯টি আসন জিতেছে। অধীর ইস্যু সমধান হতেই, ফের কংগ্রেসের পাশে আসছে তৃণমূল।