নয়াদিল্লি: নীতি আয়োগের বৈঠক থেকে ‘ওয়াক আউট’ করে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত বৈঠক থেকে বেরিয়ে এসে তিনি অভিযোগ করেন, “মোদী সরকার বাংলা-সহ অ-বিজেপি শাসিত রাজ্যগুলিকে বঞ্চিত করছে। বৈঠকে আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি, তার আগেই মাইক বন্ধ করে দেওয়া হয়। এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছি।”
কলকাতায় ফিরে কেন্দ্রের বক্তব্যেরও কড়া জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যেখানে কেউ যায়নি, আমি সকলের হয়ে বলতে চেয়েছিলাম। আমার কথার মাঝে বারবার বেল বাজিয়ে থামানোর চেষ্টা করা হয়েছে। এই মানসিকতা, যে বঞ্চনার কথা শুনতেও পারে না, গণতন্ত্রের পরিপন্থী।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন খারিজ করে দেন। তিনি বলেন, “প্রত্যেক মুখ্যমন্ত্রীকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল এবং বাংলার মুখ্যমন্ত্রীকে থামানোর জন্য কোনও ঘণ্টা বাজানো হয়নি।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, “আমাদের লিখিত বক্তব্য সাত দিন আগে পাঠাতে বলা হয়েছিল। বাজেটে বাংলা-সহ বিরোধীরা ক্ষমতায় আছে যেখানে, সেই সব রাজ্যকে বঞ্চনা করা হয়েছে। এই বৈষম্য এবং রাজনৈতিক পক্ষপাত মানতে পারি না।”
বৈঠক থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার সম্মান রক্ষা করেছি, কোনও অবস্থাতেই আমাদের মাথা নত হতে দেব না। ভবিষ্যতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে পুনরায় ভাবতে হবে। সম্মান না পেলে অসম্মানিত হতে আমি যাব না।”
#WATCH | Kolkata: On the NITI Aayog meeting, West Bengal CM Mamata Banerjee says "…If they understood their mistake, they would not have done this with me. This was a deliberate attempt the malign the Opposition…" pic.twitter.com/5mfJQQeJyA
— ANI (@ANI) July 27, 2024