বাংলার মডেল হাতিয়ার করে ত্রিপুরা জয়ের লক্ষ্যে মমতা

0

কয়েক মাস আগেই দ্বিতীয় বার রাজ্যে ক্ষমতায় এসেছেন বিপুল আসন পেয়ে। এখন তাঁর লক্ষ্য ২০১৯-এ দিল্লিতে যতদূর সম্ভব গুরুত্বপূর্ণ হয়ে ওঠা। তা হতে গেলে শুধু বাংলাতেই আটকে থাকলে চলে না। ভিন রাজ্যেও প্রয়োজন শক্তিবৃদ্ধি। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, বাঙালি অধ্যুষিত ত্রিপুরাই সেক্ষেত্রে হতে পারে প্রথম পদক্ষেপ। ২০১৮ সালে এ রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই মতই মঙ্গলবার আগরতলার আস্তাবল মাঠে তাঁর সরকারের উন্নয়নের কথা বলে ত্রিপুরা থেকে সিপিএম-কে হঠানোর ডাক দিলেন তৃণমূলনেত্রী। তুলে ধরলেন পশ্চিমবঙ্গে তাঁর সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথা। ত্রিপুরাবাসীর কাছে মমতার আবেদন, ‘একবার আমাকে সুযোগ দিন, বাংলায় যে পরিবর্তন করেছি ত্রিপুরাতেও তা করতে দিন’। ক্ষমতাসীন বামফ্রন্ট সরকার ও মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আক্রমণ করার পাশাপাশি এদিন কংগ্রেস ও বিজেপি-কেও আক্রমণ করেন মমতা। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিজেদের রাজ্যে বিরোধী নেত্রীর ভূমিকায় দেখতে এদিন আস্তাবল মাঠে জনসমাগমও হয়েছিল চোখে পড়ার মত।  

mamata-people    

 

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন