Homeখবরদেশঅযোধ্যার সংসদ অবধেশ প্রদাসকে লোকসভার ডেপুটি স্পিকার পদে প্রার্থী করার পরামর্শ মমতার

অযোধ্যার সংসদ অবধেশ প্রদাসকে লোকসভার ডেপুটি স্পিকার পদে প্রার্থী করার পরামর্শ মমতার

প্রকাশিত

ডেপুটি স্পিকার পদে সমাজবাদী পার্টির ফৈজাবাদ থেকে নির্বাচিত সাংসদ অবধেশ প্রদাসদকে ইন্ডিয়া জোটের প্রার্থীর করার জন্য পরামর্শ দিল তৃণমূল কংগ্রেস। সূত্র উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে।

বিজেপি রামমন্দির নিয়ে ঘটা করে ভোটপ্রচার করলেও যে লোকসভা কেন্দ্র অযোধ্যা অবস্থিত, সেই ফৈজাবাদে তারা হেরেছে। তাই তৃণমূল চাইছে সেই ফৈজাবাদ কেন্দ্রের জয়ী সপা প্রার্থীকেই লোকসভার ডেপুটি স্পিকার পদে দাঁড় করানো হোক।  

অবধেশ সম্প্রতি ফৈজাবাদ আসন থেকে লোকসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন। সূত্রের খবর, খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব দিয়েছেন। 

এখনও পর্যন্ত কেন্দ্র ডেপুটি স্পিকার নির্বাচনের সময়সূচি প্রকাশ করেনি। ১৭তম লোকসভায় ডেপুটি স্পিকার পদটি শূন্য ছিল।

বিরোধী জোট স্পিকারের পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল। যদিও এনডিএ সরকার বিরোধীদের ডেপুটি স্পিকার পদ দেওয়ার কোনও প্রতিশ্রুতি দেয়নি। তাই নির্বাচনের রাস্তাতেই হাঁটতে পারে বিরোধীরা। সেক্ষেত্রে অবধেশের নাম প্রস্তাব করে শক্তিশালী একটা লড়াই দিতে চাইছে বিরোধীরা। 

অবধেশ প্রসাদ একজন দলিত, ফৈজাবাদ লোকসভা আসনে বিজেপির লাল্লু সিংকে ৫০,০০০ ভোটের বেশি ব্যবধানে পরাজিত করেছেন। এই ফলের পর বিরোধীরা বিজেপিকে কটাক্ষ করে। তারা বলে, রাম মন্দির উদ্বোধনের পরও বিজেপি এই আসনটি জিততে পারেনি।

স্পিকার পদ না পাওয়ায়, সেক্ষেত্রে একজন  দলিতকে ডেপুটি স্পিকার পদের প্রার্থী করা, বিরোধীদের কাছে এটি মোক্ষম চাল হবে। 

ডেপুটি স্পিকারের ক্ষমতা স্পিকারের সমান। স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার প্রশাসনিক ক্ষমতা গ্রহণ করেন। সংসদে গণতান্ত্রিকতা বজায় রাখতে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচন করার প্রথা রয়েছে।

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

ঝাড়খণ্ডে হড়পা বানে ওড়িশার বালেশ্বরে জলমগ্ন ১৭টি পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীতে হড়পা বান, ওড়িশার বালেশ্বরে ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ১৭টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়।

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে