ডেপুটি স্পিকার পদে সমাজবাদী পার্টির ফৈজাবাদ থেকে নির্বাচিত সাংসদ অবধেশ প্রদাসদকে ইন্ডিয়া জোটের প্রার্থীর করার জন্য পরামর্শ দিল তৃণমূল কংগ্রেস। সূত্র উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে।
বিজেপি রামমন্দির নিয়ে ঘটা করে ভোটপ্রচার করলেও যে লোকসভা কেন্দ্র অযোধ্যা অবস্থিত, সেই ফৈজাবাদে তারা হেরেছে। তাই তৃণমূল চাইছে সেই ফৈজাবাদ কেন্দ্রের জয়ী সপা প্রার্থীকেই লোকসভার ডেপুটি স্পিকার পদে দাঁড় করানো হোক।
অবধেশ সম্প্রতি ফৈজাবাদ আসন থেকে লোকসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন। সূত্রের খবর, খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব দিয়েছেন।
এখনও পর্যন্ত কেন্দ্র ডেপুটি স্পিকার নির্বাচনের সময়সূচি প্রকাশ করেনি। ১৭তম লোকসভায় ডেপুটি স্পিকার পদটি শূন্য ছিল।
বিরোধী জোট স্পিকারের পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল। যদিও এনডিএ সরকার বিরোধীদের ডেপুটি স্পিকার পদ দেওয়ার কোনও প্রতিশ্রুতি দেয়নি। তাই নির্বাচনের রাস্তাতেই হাঁটতে পারে বিরোধীরা। সেক্ষেত্রে অবধেশের নাম প্রস্তাব করে শক্তিশালী একটা লড়াই দিতে চাইছে বিরোধীরা।
অবধেশ প্রসাদ একজন দলিত, ফৈজাবাদ লোকসভা আসনে বিজেপির লাল্লু সিংকে ৫০,০০০ ভোটের বেশি ব্যবধানে পরাজিত করেছেন। এই ফলের পর বিরোধীরা বিজেপিকে কটাক্ষ করে। তারা বলে, রাম মন্দির উদ্বোধনের পরও বিজেপি এই আসনটি জিততে পারেনি।
স্পিকার পদ না পাওয়ায়, সেক্ষেত্রে একজন দলিতকে ডেপুটি স্পিকার পদের প্রার্থী করা, বিরোধীদের কাছে এটি মোক্ষম চাল হবে।
ডেপুটি স্পিকারের ক্ষমতা স্পিকারের সমান। স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার প্রশাসনিক ক্ষমতা গ্রহণ করেন। সংসদে গণতান্ত্রিকতা বজায় রাখতে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচন করার প্রথা রয়েছে।