২০০০ টাকার বাজি ধরে ৪১টা ডিম খেয়ে মর্মান্তিক পরিণতি ব্যক্তির

0
egg
প্রতীকী ছবি

ওয়েবডেস্ক: বন্ধুর সঙ্গে মাত্র ২০০০ টাকার বাজি ধরেছিলেন। ঠিক হয়েছিল যে ৫০টা ডিম খেতে পারবে, সে পাবে এই টাকা। সেটা করতে গিয়েই কাল হল এক ব্যক্তির। মৃত্যুর কোলে ঢোলে পড়লেন তিনি।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জউনপুরে। পুলিশের বক্তব্য, ডিম খাওয়ার জন্য বাজারে গিয়েছিলেন ওই দুই বন্ধু।

কিন্তু কোনো এক কারণে তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। এর পরেই ২০০০ টাকার রফা হয়। ৫০টা ডিম খেতে পারলেই দু’হাজার টাকা।

এই লোভে পড়ে একের পর এক ডিম পেটে পুরতে থাকেন বছর ৪২-এর সুভাষ যাদব। ৪১টা ডিম খাওয়াও হয়ে গিয়েছিল তাঁর। ৪২তম ডিম খেতে গিয়েই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

আরও পড়ুন শিবসেনাকে সমর্থনের প্রসঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেললেন সনিয়া গান্ধী

প্রথমে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেফার করা হয় সঞ্জয় গান্ধী মেডিক্যাল কলেজে। সেখানেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

চিকিৎসকরা জানিয়েছে, অতিরিক্ত খাওয়ার ফলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন