petrol wedding gift
পেট্রোল যখন বিয়ের উপহার। ছবি: এনডিটিভি

ওয়েবডেস্ক: বন্ধুর বিয়েতে মোটামুটি ৪২৬ টাকার উপহার দিলেন এক ব্যক্তি। ব্যাপারটা হল এরকম মূল্যের কতো উপহারই তো দেওয়া যেতে পারে, কিন্তু যখন শুনবেন উপহারে কি বস্তুটি দেওয়া হয়েছে, তখন আপনার চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে।

তামিলনাড়ুর কাড্ডালোরে এক ব্যক্তির বিয়েতে তাঁকে পাঁচ লিটার পেট্রোল উপহার দিলেন তাঁর বন্ধু। স্থানীয় একটি তামিল চ্যানেলে এই ভিডিওটি দেখানো হয়েছে। ৩৯ সেকন্ডের এই ভিডিওয় দেখা যাচ্ছে পেট্রোল ভর্তি দুটি বোতল নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নববিবাহিত স্বামী এবং স্ত্রী।

আরও পড়ুন বিশ্বকর্মার প্রতিমা দেখতে ভিড় সোনামুখীর একটি পুজোয়, কেন?

কেন এরকম অদ্ভুত উপহার দেওয়ার কথা ভাবলেন তিনি? এই প্রশ্নটির জবাবে ওই ব্যক্তি বলেন, “পেট্রোলের এতো দাম বেড়েছে, যে এটাকে বিয়ের উপহার হিসেবে ব্যবহার করাই যেতে পারে!”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন