Homeখবরদেশ'কালাজাদু'র অভিযোগে প্রৌঢ়কে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা, ভয়াবহ ঘটনা ওড়িশায়

‘কালাজাদু’র অভিযোগে প্রৌঢ়কে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা, ভয়াবহ ঘটনা ওড়িশায়

প্রকাশিত

ওড়িশার নুয়াপাড়া জেলায় এক ভয়ংকর ঘটনা। কালাজাদুর অভিযোগে ৫০ বছরের এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। ওই ব্যক্তির নাম খাম সিং মাজি। শুক্রবার সন্ধ্যায় পোর্টিপাড়া গ্রামের বাসিন্দারা তাঁকে গ্রামের এক বৈঠকে হাজির হতে বলেন। আর তার পরেই ঘটে এই ঘটনা।

ঘটনায় প্রকাশ, বৈঠকে স্থানীয় গ্রামবাসীরা খাম সিংয়ের বিরুদ্ধে কালাজাদু করার অভিযোগ আনেন। গ্রামবাসীদের কথিত খাপ পঞ্চায়েতে খাম সিংকে শাস্তি হিসেবে খড়ের দড়ি দিয়ে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন লেগে গেলে তিনি চিৎকার করতে করতে আশেপাশের বাড়িগুলোর দিকে ছুটে যান, কিন্তু কেউ তাঁর সাহায্যে এগিয়ে আসেনি। অবশেষে তিনি একটি পুকুরে ঝাঁপ দিয়ে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করেন।

খাম সিংয়ের পরিবার তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সিনাপল্লি সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

খাম সিংয়ের ছেলে হেমলালের অভিযোগ, গ্রামবাসীরা তাঁর বাবাকে কালোজাদু করার জন্য হুমকি দিয়েছিল এবং যখন তিনি অভিযোগ অস্বীকার করেন, তখন তারা তাঁকে মারধর করে এবং আগুন ধরিয়ে দেয়।

তিনি বলেন, “গ্রামবাসীরা আমার বাবাকে কালাজাদুর জন্য হুমকি দিয়েছিল। তিনি অভিযোগ অস্বীকার করলে প্রথমে তাঁকে মারধর করা হয় এবং পরে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।”

খরিয়ার এসডিপিও অরূপ বেহেরা সংবাদ মাধ্যমের কাছে জানান, ঘটনাটি নিয়ে সিনাপল্লি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করার জন্য তল্লাশি চালাচ্ছে, তবে পুলিশ পৌঁছানোর আগেই বেশিরভাগ অভিযুক্ত পালিয়ে গেছে। তিনি আরও বলেন, “এটি একটি ভয়াবহ ঘটনা। তদন্ত চলছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

সাম্প্রতিকতম

২০২৬-এ আসছে গুগল-স্যামসাংয়ের Android XR স্মার্ট গ্লাস, থাকবে লাইভ অনুবাদ ও মেমোরি রিকল ফিচার

গুগল ও স্যামসাং একসঙ্গে Android XR স্মার্ট গ্লাস আনছে ২০২৬ সালে। থাকবে লাইভ ট্রান্সলেশন, মেমোরি রিকল এবং উন্নত নেভিগেশনের মতো আধুনিক ফিচার।

পাকিস্তানের সঙ্গে ভারতের ইন্দাস জলচুক্তি কী? পহেলগাঁও হামলার পর কেন স্থগিত করল নয়াদিল্লি?

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে বড় কূটনৈতিক পদক্ষেপ ভারতের। পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক ইন্দাস জলচুক্তি স্থগিত ঘোষণা নয়াদিল্লির। কী এই চুক্তি? কী তার প্রভাব? বিশদে জানুন।

পহেলগাঁও হামলা: ৬৫ বিদেশি জঙ্গি সক্রিয় উপত্যকায়, চলছে তল্লাশি, ওয়াকফ প্রতিবাদ স্থগিত, একনজরে সব আপডেট

পহেলগাঁও হামলার পরে গোটা দেশে ক্ষোভ। ২৮ জনের প্রাণহানির জবাবে পাকিস্তানকে নিশানা করে ভারত। বাতিল সার্ক ভিসা, স্থগিত সিন্ধু জলচুক্তি। অভিযানে ব্যস্ত বাহিনী।

গুগল ফটো ঘেঁটে ছবি খুঁজে দেবে এআই! অ্যান্ড্রয়েডে এল জেমিনি অ্যাপের নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল ফটো অ্যাপে যুক্ত হল জেমিনি এআই চ্যাটবট। এবার ছবি খোঁজা যাবে সহজে, জানুন কীভাবে ব্যবহার করবেন এই নতুন ফিচার।

আরও পড়ুন

পাকিস্তানের সঙ্গে ভারতের ইন্দাস জলচুক্তি কী? পহেলগাঁও হামলার পর কেন স্থগিত করল নয়াদিল্লি?

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে বড় কূটনৈতিক পদক্ষেপ ভারতের। পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক ইন্দাস জলচুক্তি স্থগিত ঘোষণা নয়াদিল্লির। কী এই চুক্তি? কী তার প্রভাব? বিশদে জানুন।

পহেলগাঁও হামলা: ৬৫ বিদেশি জঙ্গি সক্রিয় উপত্যকায়, চলছে তল্লাশি, ওয়াকফ প্রতিবাদ স্থগিত, একনজরে সব আপডেট

পহেলগাঁও হামলার পরে গোটা দেশে ক্ষোভ। ২৮ জনের প্রাণহানির জবাবে পাকিস্তানকে নিশানা করে ভারত। বাতিল সার্ক ভিসা, স্থগিত সিন্ধু জলচুক্তি। অভিযানে ব্যস্ত বাহিনী।

কাশ্মীর হামলার পর মোদী সরকারের কড়া সিদ্ধান্ত: পাকিস্তানিদের ভিসা বাতিল, সীমান্তও বন্ধ

কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পর পাকিস্তানিদের ‘সার্ক’ ভিসা বাতিল করল ভারত। ৪৮ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে দেশ। স্থগিত সিন্ধু জলচুক্তিও।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে