মহারাষ্ট্রের লোনাভালায় পাঁচ সদস্যের একটি পরিবার জলপ্রপাতের প্রবল স্রোতে ভেসে যাওয়ার পরদিনই পুনেতে ঘটল আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। পুণের তামহিনী ঘাটে জলপ্রপাতের গতি প্রবল স্রোতে এক ব্যক্তি ভেসে গেলেন। তাঁর দেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র খবর, ওই ব্যক্তি একজন ট্রেকিং দলের নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি ২০ জনের একটি দল নিয়ে এসেছিলেন। যার মধ্যে তার বন্ধু এবং পরিবারের সদস্যরাও ছিল। তামহিনী ঘাটে একটি জনপ্রিয় পিকনিকস্থলে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তিনি ওই জলপ্রপাতে ঝাঁপ দেওয়ার দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি নিশ্চিত যে সাঁতরে ফিরে আসতে পারবেন। কিন্তু, প্রবল স্রোতে তিনি ভেসে যান।
ওই ব্যক্তির ১০ বছরের মেয়ে তার বাবার এই দুঃসাহসিক কর্মকাণ্ড ভিডিও করছিলেন। ভিডিওতে দেখা যায়, তিনি জলপ্রপাতে ডুব দেন এবং সাঁতরে ফিরে আসার চেষ্টা করেন। কিন্তু স্রোতের কারণে তিনি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলেন। তিনি আপ্রাণ চেষ্টা করছিলেন কিছু একটা ধরে থাকার। জলপ্রপাতের কিনারায় তিনি একটি পাথর ধরতে সক্ষম হলেও, প্রবল স্রোতে ভেসে যান।
এর আগের দিন, লোনাভালার একটি জলপ্রপাতে এক পরিবারের সাত সদস্য ভেসে যাওয়ার একটি ভিডিও প্রকাশিত হয়। পরিবারের সদস্যরা জলপ্রপাতের মাঝখানে একে অপরকে ধরে রাখার চেষ্টা করেন, কিন্তু প্রবল স্রোতে ভেসে যান। তাঁদের মধ্যে দুইজন সাঁতরে ফিরে আসতে সক্ষম হলেও, উদ্ধারকারী দল এখনও এক শিশুর দেহের খোঁজ মিলছে না।
এই ঘটনার পর আবারও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
Video | Youth from Bhosari, Pune Swapnil Dhawade was swept away in Tmhini waterfalls, a popular tourist destination 60 Kms from Pune on Saturday. The search for his body continued on Monday. pic.twitter.com/Nmh3cOdblY
— MUMBAI NEWS (@Mumbaikhabar9) July 1, 2024