খবরঅনলাইন ডেস্ক: কোভিড (Covid 19) আর ডেঙ্গির জোড়া আক্রমণে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়ার (Manish Sisodia)। সেই কারণে তাঁকে প্লাজমা দেওয়া হয়েছে শুক্রবার। তার পর থেকে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।
বেসরকারি হাসপাতালে না গিয়ে সিসৌদিয়া সরকারি এলএনজেপি হাসপাতালেই ভরতি হয়েছিলেন। কিন্তু সেখানে প্লাজমা দেওয়ার পরিকাঠামো নেই। সেই কারণে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ডেঙ্গির কারণে প্লেটলেট কমে যাওয়া ছাড়াও তাঁর অক্সিজেনের মাত্রাও কমে গিয়েছিল।
চিকিৎসকরা কোনো ঝুঁকি না নিয়ে সিসৌদিয়াকে প্লাজমা দেওয়ার সিদ্ধান্ত নেন। তার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ১৪ সেপ্টেম্বর, কোভিডে আক্রান্ত হয়েছিলেন সিসৌদিয়া। সে দিন নিজেই টুইট করে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন তিনি। সেই সময় হালকা জ্বর এসেছিল তাঁর। পরে তা কমেও যায়।
কিন্ত গত মঙ্গলবার থেকে ফের জ্বর আসে তাঁর, শুরু হয় শ্বাসকষ্টও। তাই দিন দশেক বাড়িতেই আইসোলেশনে থাকলেও বুধবার হাসপাতালে ভরতি হন তিনি। প্লেটলেট কমতে শুরু করায় শারীরিক ভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েন সিসৌদিয়া।
সিসৌদিয়া, দিল্লি সরকারের দ্বিতীয় মন্ত্রী যিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। গত জুনে আক্রান্ত হয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তাঁকেও প্লাজমা দিতে হয়েছিল। এখন অবশ্য তিনি পুরোপুরি সুস্থ হয়ে নিজের কাজকর্ম শুরু করেছেন।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
রাষ্ট্রপুঞ্জের বক্তৃতায় কাশ্মীরের পাশাপাশি ধর্মীয় তাস খেললেন ইমরান খান, প্রতিবাদে ওয়াকআউট ভারতের
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।