কোরাপুট: অন্ধ্রপ্রদেশ-ওড়িশা সীমানায়, ওড়িশার কোরাপুট জেলার সুনকির কাছে মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হল ওড়িশা স্টেট আর্মড পুলিশের ৫ জন পুলিশকর্মীর। আহত হয়েছেন ২০ জন। শক্তিশালী আইইডি বিস্ফোরণে উড়ে যায় পুলিশের বাসটি। বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে।
এলাকাটি অন্ধ্র্প্রদেশের ভিজিয়ানাগ্রাম জেলার সালুরঘাটের কাছে। সুনকি-সালুরঘাট সড়কের উপরেই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে বাসটি সড়ক থেকে প্রায় ৭০ ফুট দূরে ছিটকে পড়ে।
বেশ কয়েকজন জওয়ান গুরুতর আহত। বাড়তে পারে মৃতের সংখ্যা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।