meghalaya health minister
মেঘালয়ের স্বাস্থ্যমন্ত্রী।

শিলং: মোটরবাইকটা চালাচ্ছিলেন জেল অফিসার প্রবীণ ডি সাংমা, পিছনে বসেছিলেন কনস্টেবল প্রবাত আর মারাক। হঠাৎ সামনে থেকে হুড়মুড়িয়ে এসে পড়ল নতুন ঝকঝকে মার্সিডিজটা। বিশাল দুর্ঘটনা। মারা গেলেন পিলয়নে বসা মারাক আর গুরুতর জখম সাংমা। গাঢ় নীল রঙের অস্থায়ী নম্বরপ্লেটওয়ালা নতুন মার্সিডিজ চালাচ্ছিলেন মেঘালয়ের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্ডার হেকের পুত্র আইবানসরাই নংসিয়েজ। পূর্ব খাসি হিলস-এর জেলা পুলিশ প্রধান ডেভিস মারাক এই খবর দিয়েছেন।

শনিবার এই দুর্ঘটনা ঘটে শিলঙের ফোর্থ ফার্লং ট্রাই-জাঙ্কশনে। কনস্টেবল মারাককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। জেল অফিসারকে নর্থ ইস্ট ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

জেলা পুলিশ প্রধান জানান, আইবানসরাই নংসিয়েজ-এর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। আহত জেল অফিসারের জবানবন্দি এখনও রেকর্ড করা হয়নি।

মন্ত্রী অবশ্য দুর্ঘটনা নিয়ে অবাধ নিরপেক্ষ তদন্ত চেয়েছে। তিনি সংবাদসংস্থা আইএএনএস-কে বলেছেন, “খুব দুর্ভাগ্যজনক ঘটনা। পুলিশ তদন্ত করছে। আইন আইনের পথে চলবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here