ভডোদরা: সোমবার বিকেলে গুজরাতের ভডোদরায় আইওসিএল-এর (ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড) রিফাইনারির কয়ালি এলাকায় এক ভয়াবহ বিস্ফোরণ। এলাকা জুড়ে আতঙ্ক। বিস্ফোরণের পরপরই রিফাইনারির স্টোরেজ ট্যাঙ্কে বিশাল আগুন ধরে যায় এবং কয়েক কিলোমিটার এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।
স্থানীয় প্রশাসন দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা শুরু করে এবং আগুন নেভাতে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। বিস্ফোরণ ও আগুনের ফলে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশেপাশের সংস্থাগুলির কাজকর্মও ব্যাহত হয়।
ভডোদরার জেলাশাসক বিজল শাহ জানিয়েছেন, সোমবার বিকেল ৩ টে ৫০ মিনিট নাগাদ এই বিস্ফোরণটি ঘটে।
প্রায় দুই দশক আগে, ২০০৫ সালে গুজরাতের এই একই রিফাইনারিতে এক বড়সড় দুর্ঘটনা ঘটেছিল। সেই সময় ফ্লুইড ক্যাটালিটিক ক্র্যাকার (এফসিসি) প্লান্টে একটি বিস্ফোরণ ঘটে, যা পরবর্তীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের আকার নেয়। সে বার আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় চার ঘণ্টা সময় লেগেছিল।
এর পরে, ২০১০ সালের জুন মাসেও ওই রিফাইনারি প্লান্টের কাছে বড় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তদন্তে জানা যায় যে প্রচুর পরিমাণে বিটুমেন অবৈধভাবে সেই এলাকায় ফেলে রাখা হয়েছিল, যা অগ্নিকাণ্ডের কারণ বলে সন্দেহ করা হয়।