রাজকোট (গুজরাত): শনিবার বিকেলে রাজকোটে একটি বিনোদন পার্কে আগুন লেগে অন্তত ২৭ জন পুড়ে মারা গিয়েছেন। এঁদের মধ্যে ৪ জন শিশু। বেশির ভাগ মানুষই এমন ভাবে পুড়ে গিয়েছেন যে তাঁদের শনাক্ত করাই সম্ভব হচ্ছে না। দমকল ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনার পর পোড়া দেহগুলি উদ্ধার করা হয়।
বিকেল সাড়ে ৪টে নাগাদ আগুন লাগার খবর পায় দমকল। খবর পেয়েই দমকল বাহিনী ছুটে যায়। সংশ্লিষ্ট আধিকারিকরাও ঘটনাস্থলে যান। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়। তবে গম্বুজটি এমন ভাবে ভেঙে পড়েছিল, আগুন নেভাতে বেশ কষ্ট হচ্ছিল। শেষ পর্যন্ত চার ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে।
‘টিআরপি গেমিং জোন’ নামে খ্যাত এই বিনোদন পার্কটি বেশ জনপ্রিয়। সপ্তাহান্তের দিনটি একটু আনন্দ করে কাটানোর জন্য শনিবার বহু পরিবার সেখানে জড়ো হয়েছিলেন। এই গেমিং জোন মূলত একটি বিনোদন পার্ক। এখানে নানা ধরনের খেলাধূলার ব্যবস্থা আছে। আছে খাওয়াদাওয়ারও ব্যবস্থা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোলাকার গম্বুজের মতো একটি কাঠামোয় প্রথমে আগুন লাগে। সেই জ্বলন্ত কাঠামো ভেঙে পড়লে তার তলায় যাঁরা ছিলেন, তাঁরা আটকা পড়েন। শেষ পর্যন্ত তাঁরাই বিধ্বংসী আগুনের বলি হন।
পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসিপি) বিনায়ক পটেল বলেন, “দেহগুলি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। তাঁদের শনাক্ত করা খুব কষ্টকর হচ্ছে।” পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি) সুধীর দেশাই জানান, ২৪টি দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। “এঁদের মধ্যে কত জন শিশু আর কত জন বয়স্ক, তা খতিয়ে দেখা হচ্ছে।”
পরে সংবাদ সংস্থা পিটিআই জানায়, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭। এদের মধ্যে অন্তত ৪ জন শিশু রয়েছে, যাদের বয়স ১২ বছরের কম। ঘটনা নিয়ে তদন্ত করার জন্য প্রশাসন একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে।