thunderstorm

ওয়েবডেস্ক: রবিবার দুপুরে দেশের বিভিন্ন প্রান্তে প্রবল ঝড়ের তাণ্ডবে এখনও পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

রবিবার দুপুরের পর থেকে ঝড়ে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ১৮ জনের, পশ্চিমবঙ্গে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও অন্ধ্রপ্রদেশে ন’জন এবং দিল্লিতে দু’জনের মৃত্যু হয়েছে।

দিন দশেক আগেই প্রবল ধুলোঝড় তাণ্ডব চালিয়েছিল উত্তর ভারতে। ভয়াবহ সেই ঝড়ে মৃত্যু হয়েছিল ১৩৫ জনের। তার স্মৃতি কাটতে না কাটতেই ফের ঝড়। ঝড়ের দাপটে রবিবার দিল্লির বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ে। বন্ধ হয়ে যায় বিমান চলাচল। দিল্লি এবং উত্তরপ্রদেশ ছাড়াও বিক্ষিপ্ত ভাবে ব্যাপক ঝড় হয়েছে হিমাচলপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায়।

উত্তরপ্রদেশে ১৮ জনের মৃত্যুর পাশাপাশি আহত হন ২৮ জন। এ ছাড়াও ৩৭টি বাড়ি ভেঙে পড়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।

এই পরিস্থিতি আগামী বেশ কয়েক দিন বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ সমগ্র পশ্চিমবঙ্গেও আগামী ৪৮ ঘণ্টায় ব্যাপক ঝড় হতে পারে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here