বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং এর প্রভাব নিয়ে আলোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন। সূত্রের খবর অনুযায়ী, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং সীমান্তের পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।

জানা গেছে, বৈঠকে জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। তিনি ভারতের কাছে জরুরি ভিত্তিতে সাময়িক আশ্রয় চেয়েছিলেন। হাসিনা বর্তমানে মানসিক ভাবে বিপর্যস্ত রয়েছেন, তাই তাঁকে কিছুটা সময় দেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে জানাবেন এবং সেই অনুযায়ী ভারত সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর সংসদের উভয়কক্ষে ভাষণ দিয়েছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশে বর্তমানে ১৯ হাজার ভারতীয় রয়েছেন, যাদের মধ্যে ১০ হাজার শিক্ষার্থী। অনেকেই ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন এবং বাকিদের পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। সেনাবাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

জয়শঙ্কর আরও জানিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘু জনগণ আক্রান্ত হচ্ছেন এবং ভারত সেই দিকেও নজর রাখছে। সোমবার হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিমানে বোন রেহানার সঙ্গে ভারতে চলে আসেন। তিনি গাজ়িয়াবাদের হিন্ডন এয়ারবেসে অবতরণ করেন এবং ডোভালের সঙ্গে সাক্ষাৎ করেন। বর্তমানে তিনি দিল্লির একটি গোপন আশ্রয়ে রয়েছেন এবং লন্ডনে যাওয়ার চেষ্টা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.