ওয়েবডেস্ক: অবশেষে ধরা পড়লেন দেশপালানো হিরে ব্যবসায়ী মেহুল চোকসির শাগরেদ দীপক কুলকার্নি।
সোমবার রাতে দীপককে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। দীপকের বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করা হয়েছিল। এ দিন রাতে তিনি হংকং থেকে কলকাতায় আসেন। বিমানবন্দরের আধিকারিকদের কাছ থেকে খবর পেয়ে এনফোর্সমেন্ট ডায়রেক্টোরেটের অফিসারেরা তক্কে তক্কে ছিলেন। দীপক বিমান থেকে নামতেই তাঁকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন আরবিআই গেরো কাটাতে মোদীর সহায় হয়ে উঠতে চলেছে নেহরুর সেই চিঠি!
এ বছরের গোড়ায় এনফোর্সমেন্ট ডায়রেক্টোরেটের মুম্বই শাখা যে চার্জশিট দাখিল করেছিল তাতে কুলকার্নির নাম আছে। তাঁর বিরুদ্ধে টাকা নয়ছয়, প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
মেহুল চোকসির হংকং-এর কাজকারবার দেখাশোনা করতেন দীপক। দীপককে হেফাজতে নেওয়ার জন্য এনফোর্সমেন্ট ডায়রেক্টোরেটের মুম্বই শাখার অফিসারদের আজ মঙ্গলবার কলকাতায় আসার কথা। উল্লেখ্য, মেহুল চোকসি দেশ থেকে পালিয়ে অ্যান্টিগার নাগরিকত্ব নিয়েছেন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।