পঞ্জাবে প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তায় গাফিলতি! গুরুত্বপূর্ণ এবং কঠোর সিদ্ধান্ত নিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক

0

নয়াদিল্লি: পঞ্জাব সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় ‘গাফিলতি’র অভিযোগে দেশ জুড়ে উত্তপ্ত রাজনীতি। ঘটনার এক দিন পর, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বৃহস্পতিবার জানালেন, এ বিষয়ে “গুরুত্বপূর্ণ এবং কঠিন সিদ্ধান্ত” নেবে স্বরাষ্ট্রমন্ত্রক।

এ দিন কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রীর যাত্রাপথে নিরাপত্তা লঙ্ঘন সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইতিমধ্যেই কয়েক জন এই বিষয়ে সুপ্রিম কোর্টে যোগাযোগ করেছেন। তিনি বিশ্বাস করেন, দেশের বিচার ব্যবস্থা সকলকে ন্যায়বিচার দেয়। তবে একই সঙ্গে গুরুত্বপূর্ণ এবং কঠোর সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রকও।

নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রকও পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। যাবতীয় তথ্য সংগ্রহের পর যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তা হবে গুরুত্বপূর্ণ এবং কঠোর”।

এ দিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন মোদী। সেখানে প্রধানমন্ত্রী পঞ্জাব সফরের সময় নিরাপত্তার ত্রুটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিরোজপুরের সভা বাতিল হয়। একটি সেতুতে ১৫-২০ মিনিট আটকে ছিল তাঁর কনভয়। অগত্যা সভায় না গিয়ে বিমানবন্দরে ফেরেন মোদী। সেখানে আধিকারিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “বেঁচে আছি, এই অনেক। এর জন্য মুখ্যমন্ত্রী (পঞ্জাবের মুখ্যমন্ত্রী)-কে আমার হয়ে ধন্যবাদ জানাবেন”।

এর পরই কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত গাফিলতি নিয়ে আঙুল তোলা হয় পঞ্জাব সরকারের দিকে। এমনকী বিজেপির তরফে সরাসরি অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড়োসড়ো গলদ ছিল। এই নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।

পঞ্জাব সরকারের কাছে জবাব চায় স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও প্রাথমিক ভাবে কেন্দ্রীয় সরকার ও বিজেপির এই অভিযোগ খারিজ করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। এ বিষয়ে মুখ্যমন্ত্রী চরণজিত সিংহ চন্নী বৈঠক করেন উপ-মুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রনধাওয়ার সঙ্গে। পরে তিনি জানান, “পঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই। এ নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়। কৃষকরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ করছিল”।

আরও পড়তে পারেন:

প্যাংগং হ্রদে জায়গা দখল করে সেতু নির্মাণ! চিনকে কড়া বার্তা ভারতের

শুক্রবার ক্যানসার হাসপাতালের ভার্চুয়াল উদ্বোধনে মোদী-মমতা

‘শুনলাম আমার না কি কোভিড হয়েছে’, জল্পনায় মুখ খুললেন মমতা

সংক্রমণ বাড়লে আরও কড়া পদক্ষেপ, সতর্ক করে দিলেন মমতা

খেলতে খেলতে মিষ্টির দোকানের ফুটন্ত জলে পড়ে মর্মান্তিক ঘটনা, মৃত্যু বছর পাঁচেকের শিশুকন্যার

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.