atm

তিনসুকিয়া: দু’হাজার এবং পাঁচশো টাকার নোট মিলিয়ে মত বারো লক্ষ টাকার নোট ছিঁড়ে খেল ইঁদুর। ঘটনাটি ঘটেছে অসমের তিনসুকিয়ায় এসবিআইয়ের একটি এটিএমে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ২০ মে এই এটিএমটি অকেজো হয়। কিন্তু তখন যে মেশিনটির মধ্যে টাকা ভর্তি ছিল সেটা কার্যত কেউ জানতই না। তাই তো অকেজো হওয়ার অনেক দিন গরে, গত ১১ জুন, এটিএমটি সারাই করতে ঢোকেন কর্মীরা। এটিএমের দরজা খুলেই পরিস্থিতি দেখে হতবাক হয়ে যান কর্মীরা।

দেখা যায় মাটিতে পড়ে রয়েছে অসংখ্য নোটের টুকরো। সব মিলিয়ে পাঁচশো এবং দু’হাজারের নোটে ১২ লক্ষ ৩৪ হাজার টাকা মূল্যের নোট চিবিয়ে খেয়েছে ইঁদুর। এ দিকে যে সংস্থাটি এই এটিএম মেশিনে টাকা ভরে দেয়, তারা জানিয়েছে, মেশিনটি অকেজো হওয়ার আগের দিন অর্থাৎ ১৯ মে, ২৯ লক্ষ টাকা মূল্যের দু’হাজার এবং পাঁচশোর নোট ঢুকিয়েছিল তারা।

এখন ১৭ লক্ষ টাকা নিরাপদে উদ্ধার করতে পেরেছে এসবিআই কর্তৃপক্ষ। তবে এসবিআইয়ের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে সরব স্থানীয় মানুষজন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here