মহারাষ্ট্রের মুম্বইতে আবারও মালদহের এক পরিযায়ী শ্রমিকের নৃশংস খুনের ঘটনা ঘটেছে। রবিবার কালিয়ান এলাকায় আবদুর রহমান নামের ৩৭ বছর বয়সী ওই শ্রমিককে সহকর্মী শেখ সালিম ঘুমন্ত অবস্থায় মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। আবদুর রহমান মূলত মালদহের কালিয়াচক এলাকার বাসিন্দা ছিলেন এবং মুম্বইতে রাজমিস্ত্রির কাজ করতেন।
জানা যায়, ঘটনার সময় আবদুর রহমান ও তাঁর দুই সহকর্মী একই ঘরে ঘুমোচ্ছিলেন। সহকর্মী সালিম তাঁকে ঘুমন্ত অবস্থায় আঘাত করে এবং পালিয়ে যায়। পরে মুম্বই পুলিশ অভিযুক্ত সালিমকে গ্রেপ্তার করেছে।
রবিবার সকালে পরিবারকে এই মর্মান্তিক ঘটনার খবর জানানো হয়, যার ফলে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। আবদুর রহমানের স্ত্রী হাজেরা বিবি এবং তাঁদের একমাত্র মেয়ে রাইহানা খাতুন এই দুঃসংবাদে ভেঙে পড়েছেন। হাজেরা বিবি বলেন, “আমার স্বামীকে কেন খুন করা হল, তা বুঝতে পারছি না। আমি আমার স্বামীর হত্যাকারীর ফাঁসি দাবি করছি।”
সম্প্রতি মালদহের আরও কিছু পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে রাজস্থানের জয়পুরে এক শ্রমিক মতি আলিকে পিটিয়ে খুন করা হয়েছিল। এর ফলে মালদহ থেকে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
পশ্চিমবঙ্গ থেকে প্রায় ২১ লক্ষ শ্রমিক ভিনরাজ্যে কাজ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ মহারাষ্ট্রে কাজ করেন।