taj mahal mineret

ওয়েবডেস্ক: প্রবল ঝড়ের প্রভাবে ভেঙে গেল তাজমহলের একটি মিনার। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৫ জনের। ৮০ শতাংশ জমিতে ক্ষতি হয়েছে চাষের।

এই মুহূর্তে উত্তর ভারতে আবহাওয়া অবস্থা বেশ খারাপ। বুধবার রাতে প্রবল ঝড় আছড়ে পড়ে আগরায়। হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিমি। তাজমহলের প্রবেশ পথে দরওয়াজা-এ-রৌজা নামক যে গেটটি রয়েছে, তার একটি মিনার ভেঙে পড়ে। হাওয়ার গতিবেগ সহ্য করতে না পেরেই ভেঙে পড়েছে মনে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ওখানে একটি সাদা গম্বুজও ছিল। সেটিই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। শুধু গেট নয়, ওই তীব্র ঝড় এবং তার সঙ্গে চলা বৃষ্টিতে ক্ষতি হয়েছে তাজমহলের মূল সৌধেরও।

এর পাশাপাশি প্রবল শিলাবৃষ্টির ফলে বৃন্দাবনে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪ জন। সব মিলিয়ে উত্তরপ্রদেশের অবস্থা এখন বেশ খারাপ। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here