বিদেশি পর্যটকরা যখন এদেশের এয়ারপোর্টে নামবেন, তখন তাদের হাতে ওয়েলকাম কিটের সঙ্গে একটি ‘কী করবেন, কী করবেন না’-র তালিকা ধরিয়ে দেওয়ার কথা ভাবছে কেন্দ্র। তাতে লেখা থাকবে, ছোট শহরে গেলে তারা যেন স্কার্ট না পরেন, রাতে এক একা না ঘোরেন এবং যে গাড়িতে চড়ছেন, তার ছবি যেন বন্ধুদের কাছে পাঠিয়ে দেন। রবিবার একথা জানিয়েছেন, কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী মহেশ শর্মা।
মন্ত্রী আরও বলেন, ভারত একটি ‘সাংস্কৃতিক দেশ’(কালচারাল কান্ট্রি)এবং ‘মন্দিরের জন্য আমাদের আলাদা ড্রেস কোড রয়েছে, পোশাক নির্বাচনের তারা যেন তা মনে রাখেন’।
বিদেশিদের জন্য তিনি কোনও ড্রেস কোডের সুপারিশ তিনি করতে চান কি না, জানতে চাইলে ৫৫ বছর বয়সী মন্ত্রী বলেন, ‘আমরা ওদের কী পরবেন বা কী পরবেন না, সে বিষয়ে কিছু বলছি না। শুধু বলছি, রাতে বেরোলে যেন তারা সতর্ক থাকেন। কারও পোশাক বা চিন্তা ভাবনা পাল্টানোর চেষ্টা করার কোনও অধিকার আমাদের নেই’।
মন্ত্রী তাঁর ব্যাখ্যা দিলেও বিতর্ক তাতে থেমে থাকেনি। সোমবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় মহেশ শর্মা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।