Homeখবরদেশমণিপুরে আরও তিন দিন বন্ধ মোবাইল ইন্টারনেট, কতটা নিয়ন্ত্রণে পরিস্থিতি

মণিপুরে আরও তিন দিন বন্ধ মোবাইল ইন্টারনেট, কতটা নিয়ন্ত্রণে পরিস্থিতি

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

মণিপুর সরকারের পক্ষ থেকে বুধবার আবারও একটি নির্দেশিকা জারি করা হল। যেখানে জানানো হয় যে, রাজ্যের সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধের সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়েছে। এর আগে গত ১৬ নভেম্বর থেকে রাজ্য সরকার অশান্তি রোধে দু’দিন মোবাইল ইন্টারনেট সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। যাতে অশান্তি ছড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার মতো কোনো ধরনের কন্টেন্ট ছড়িয়ে না পড়ে, সে কারণেই এই সিদ্ধান্ত।

এর আগে, সোমবারও এই সাসপেনশন আরও দু’দিন বাড়ানো হয়েছিল। বুধবার নতুন নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, কাকচিং, বিশনপুর, থৌবল, চুরাচান্দপুর এবং কাংপোকপির মতো মণিপুরের সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা আরও তিন দিন স্থগিত থাকবে।

১৬ নভেম্বর থেকে রাজ্য প্রশাসন মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দুটোই স্থগিত করেছিল। তবে, মঙ্গলবার সাধারণ মানুষকে কিছুটা সুবিধা দিতে ব্রডব্যান্ড সেবা আবার চালু করা হয়, যাতে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য অফিসগুলোর কাজকর্ম চালু থাকে।

অন্যদিকে, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং কাকচিং জেলার বাজারগুলোতে কিছুটা সময়ের জন্য কারফিউ শিথিল করা হলে কিছুটা প্রাণচাঞ্চল্য দেখা গেছে। ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার কারণে মানুষ বাজারে বেরিয়ে আসতে শুরু করে এবং পেট্রোল পাম্পে লম্বা লাইন দেখা যায়। তবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধই ছিল।

এই অশান্তির শুরু হয় জিরিবাম জেলার ছয় নাগরিকের খুন হওয়ার পর। যাঁদের মধ্যে তিনজন মহিলা এবং তিনজন শিশু। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র নিন্দার বয়ে যায়। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে, নাগা মহিলা ইউনিয়ন এই হত্যাকাণ্ডের জন্য শোক প্রকাশ করে এবং একে “নির্দয় হত্যাকাণ্ড” হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটি মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সশস্ত্র দলগুলোকে নারী ও শিশুদের বিরুদ্ধে হিংসা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, “বিপর্যস্ত মানুষের উপর আক্রমণ করা চরম অপরাধ ছাড়া আর কিছু নয় এবং এটা এক ধরনের কাপুরুষতার পরিচয়।”

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ‘তুমি জ্বালানি বন্ধ করলে কেন?’ — ককপিটের রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য, কী বলল বিমানসংস্থা?

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রকাশ্যে এল ককপিট কথোপকথন। পাইলটদের মধ্যে জ্বালানি বন্ধ নিয়ে উত্তপ্ত প্রশ্নোত্তর। তদন্ত রিপোর্টে নেই পাখির ধাক্কার প্রমাণ।

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।