narendra modi
দাউদি ভোহরার অনুষ্ঠানে মোদী। ছবি: এএনআই

ইনদওর: “গুজরাতের জন্য আপনাদের অবদান অনস্বীকার্য,” দাউদি ভোহরা সম্প্রদায়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শিয়া মুসলিমদের একটি সম্প্রদায় দাউদি ভোহরা। নিজের নাতি ইমাম হুসেনের জন্য হজরত মহম্মদের অবদানকে স্মরণ প্রত্যেক বছরের মতো এ বারও ইনদওরের সাইফি মসজিদে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল এই সম্প্রদায়। উপস্থিত ছিলেন সম্প্রদায়ের প্রধান সায়েদদা মুফদ্দল সইফুদ্দিন। নরেন্দ্র মোদীই ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি এই সম্প্রদায়ের অনুষ্ঠানে উপস্থিত থাকলেন।

আরও পড়ুন ‘সাম্প্রদায়িক’ বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান এই দলিত নেতার

তিনি বলেন, “সারা বিশ্বে ভারত অন্য জায়গায় পৌঁছে গিয়েছে ‘বসুধৈব কুটুম্বকুম’ নীতির জন্য। দাউদি ভোহরা এই নীতির অন্যতম সমর্থক।” শান্তি, সম্প্রীতির জন্য বিশেষ অবদান রয়েছে বলে এই সম্প্রদায়কে ধন্যবাদ দেন মোদী।

গুজরাতের জন্য তাঁদের অবদান অনস্বীকার্য বলে জানান মোদী। তাঁর কথায়, “আপনাদের জন্যই গুজরাতের অনেক গ্রামেই আজ পানীয় জল পৌঁছে গিয়েছে। আমার সঙ্গে আপানাদের সম্পর্ক অনেক দিনের। আপনাদের সঙ্গে থাকলে সব সময়ে নিজের ঘরেই রয়েছি বলে মনে করি।”

 

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন