হারদোই (উত্তরপ্রদেশ): উত্তরপ্রদেশে নির্বাচনী বৈতরণী পার হতে নানা রকম পথ হাতড়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণকে আঁকড়ে ধরলেন।বললেন, উত্তরপ্রদেশে জন্মে গুজরাতকে নিজের কর্মভূমি বেছেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি (মোদী) গুজরাতে জন্মালেও উত্তরপ্রদেশ তাঁকে নিজের সন্তান হিসেবে বরণ করে নিয়েছে। এ ভাবেই শ্রীকৃষ্ণের সঙ্গে নিজের তুলনা টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার,নির্বাচনী প্রচারে এসে মোদী বলেন, উত্তরপ্রদেশের মানুষকে তিনি কোনো দিনও ঠকাবেন না। মোদী বলেন, “ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন উত্তরপ্রদেশে কিন্তু গুজরাত ছিল তাঁর কর্মভূমি। আমি গুজরাতে জন্মালেও উত্তরপ্রদেশ এখন আমার বাড়ি। উত্তরপ্রদেশ আমাকে নিজের সন্তানের মতো আপন করে নিয়েছে।”
উত্তরপ্রদেশকে তাঁর মা-বাবার সঙ্গে তুলনা করে মোদী বলেন, “আমি আমার মা-বাবাকে ঠকাব, এই সাহস আমার নেই। আমি সব সময় উত্তরপ্রদেশের ব্যাপারে ভাবব।”
সামনের রবিবারই নির্বাচনে যাচ্ছে হারদোই।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।