নয়াদিল্লি: আগামী দু’তিন দিনের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে বলে মঙ্গলবার জানিয়ে দিল দিল্লির মৌসম ভবন। এখন বঙ্গোপসাগরে রয়েছে মৌসুমি বায়ু। সেখান থেকেই মায়ানমার, উত্তরপূর্ব ভারতে হয়ে উত্তরবঙ্গে ঢোকার সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গ নিয়ে এখনও তেমন কোনো স্বস্তির বার্তা নেই।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
উত্তর বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তীসগঢ়, গোয়ার বিভিন্ন জায়গায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। একই সঙ্গে আইএমডি বলেছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি সম্পূর্ণ অনুকূল। আগামী ২-৩ দিনের মধ্যে, মধ্য আরব সাগরের আরও কিছু অংশে, কেরলের অবশিষ্ট অংশ, তামিলনাড়ু, কর্নাটক এবং উত্তর-পূর্ব রাজ্যগুলির আরও কিছু এলাকার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর।
বর্ষার কারণে কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে আগামী পাঁচ দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কেরল, মাহে এবং তামিলনাড়ুর বিচ্ছিন্ন অংশে বৃষ্টি হতে পারে। এ ছাড়াও, ২ এবং ৩ জুন উপকূলীয় এবং দক্ষিণ কর্নাটকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত, মিজোরাম, ত্রিপুরা, অসম এবং মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচলপ্রদেশেও ১ থেকে ৪ জুন ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে বর্ষা আসছে আগেই
উত্তরবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। স্বাভাবিক ভাবে জুনের ৭-৮ তারিখ নাগাদ উত্তরবঙ্গে বর্ষা ঢোকার কথা। কিন্তু তার আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর হাত ধরে রাজ্যে বর্ষা ঢুকে পড়ছে। পূর্বাভাস অনুযায়ী, দু’তিন দিনের মধ্যেই বর্ষা ঢুকবে উত্তরবঙ্গে।
এমনকী আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৫ দিন ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। মঙ্গলবার সকাল থেকে হাল ও মাঝারি বৃষ্টি হতে পারে ওই সমস্ত জেলায়। বুধবার থেকে যা আরও বাড়তে পারে।
যদিও উত্তরবঙ্গে আগাম বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে আপাতত স্বস্তির বার্তা মেলেনি। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার সন্ধ্যায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। তবে প্রতিবেদন লেখা অবধি, বৃষ্টির দেখা না মিললেও জোরে হাওয়া বইছে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে।
আরও পড়তে পারেন:
একের পর এক মন্তব্যে অস্বস্তিতে দল, দিলীপ ঘোষকে ‘সেন্সর’ করল বিজেপি!
হাওয়ালা-কাণ্ডে গ্রেফতার, দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে ৯ জুন পর্যন্ত ইডি হেফাজতে পাঠাল আদালত
বুধবার থেকে আরও দামি হচ্ছে রান্নার গ্যাস, সিলিন্ডার পিছু ১১০০ টাকা ছাড়িয়ে যাওয়ার আশংকা
‘কংগ্রেস আমার ট্র্যাক রেকর্ড নষ্ট করেছে’, আক্ষেপ প্রশান্ত কিশোরের
এসএসসি গ্রুপ সি-তে বেআইনি নিয়োগের সংখ্যা ৩৮১-র বেশি, নয়া তথ্য সিবিআইয়ের হাতে