শ্রয়ণ সেন
গত ৮ দিনে চূড়ান্ত সক্রিয় হয়ে উঠেছে বর্ষা। এর প্রভাবে নির্দিষ্ট সময়ের দু’ সপ্তাহ আগেই গোটা দেশ চলে এসেছে মৌসুমী বায়ুর কবলে। অন্যদিকে, জুনে ঝিমিয়ে থাকার পর দক্ষিণবঙ্গেও সক্রিয় হয়েছে বর্ষা।
উল্লেখ্য, মঙ্গলবার সারা দিনই কমবেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। কলকাতাও বাদ যায়নি। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টির পরিমাণ ৪৮ মিলিমিটার। গড়ে ১০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জায়গাতেই। এর প্রভাবে দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়তে থাকা বর্ষার ঘাটতি কিছুটা হলেও কমেছে।
এ দিকে ভারতের অন্য প্রান্তেও ভালো বৃষ্টি চলছে। গত সপ্তাহেই রেকর্ডভাঙা বর্ষণে ভেসেছিল দিল্লি। এখনও সেই বৃষ্টির অভিঘাত থেকে রাজধানী বেরোতে পারেনি। বর্তমানে রোজই অল্পস্বল্প বৃষ্টি হচ্ছে সেখানে। উত্তরাখণ্ডে আগামী কয়েক দিন অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। চলতি বর্ষায় উত্তর ভারতে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টি হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।
অন্যদিকে, জুনে ঝিমিয়ে থাকা বর্ষা দক্ষিণবঙ্গে যে সক্রিয়তা দেখাতে শুরু করেছে সেটা আরও কয়েক দিন বহাল থাকবে বলে মনে করা হচ্ছে। যদিও জুলাইয়ের মাঝামাঝি ফের বর্ষা কিছুটা ঝিমিয়ে পড়তে পারে। আবার এই মাসের শেষ সপ্তাহে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি দক্ষিণবঙ্গে হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই মুহূর্তে প্রবল বৃষ্টির কবলে রয়েছে উত্তরবঙ্গ। এই বৃষ্টির হাত থেকে আপাতত কোনো রেহাই নেই উত্তরের পাঁচ জেলার। গোটা জুলাইয়েই কমবেশি ভালো বৃষ্টি চলতে থাকবে। সব মিলিয়ে এটা বলাই যায় যে চলতি জুলাইতে গোটা দেশই বৃষ্টির নিরিখে যথেষ্ট লাভবান হবে।