উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ক্ষমতা রাখে ভারতে তৈরি এই যুদ্ধ জাহাজ। মরমুগাও দুনিয়ার যেকোনও যুদ্ধজাহাজের সমতূল্য। মুম্বইতে যুদ্ধ জাহাজটির যাত্রা শুরুর দিন এ কথাই বললেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা। জাহাজটি তৈরি করেছে সরকারি সংস্থা মাজগাও ডক শিপবিল্ডার্স লিমিটেড। প্রোজেক্ট ১৫বি-র অধীনে প্রস্তূত এই যুদ্ধ জাহাজটি বিশাখাপত্তনম ক্লাসের অন্তর্ভূক্ত।
অ্যাডমিরাল লানবার স্ত্রী উদ্বোধন করার পরই আরব সাগরে ভাসিয়ে দেওয়া হয় আধুনিক অস্ত্রে সজ্জিত এই যুদ্ধ জাহাজকে। কিছুদিন ভারতীয় নৌবাহিনী কিছু পরীক্ষা নিরীক্ষা চালাবে জাহাজটির ওপর। তারপর এর নাম হবে ‘আইএনএস মরমুগাও’।
#WATCH: The Second Ship of Project- 15B, Guided Missile Destroyer, Mormugao launched today in Mumbai. pic.twitter.com/dKKwdEJjRL
— ANI (@ANI_news) September 17, 2016