hima-dasfinal

ওয়েবডেস্ক: বিশ্বব্যাপী কোনো প্রতিযোগিতায় প্রথম ভারতীয় দৌড়বিদ হিসেবে সোনা জিতে দেশকে গর্বিত করেছেন হিমা দাস। স্বাভাবিক ভাবেই হিমাকে নিয়ে মানুষের মধ্যে জানার আগ্রহ তুঙ্গে।

কিন্তু এখানেই হয়েছে মস্ত বড়ো একটা কেলেঙ্কারি। দেখা গিয়েছে হিমাকে নিয়ে জানার আগ্রহে মানুষ সব থেকে বেশি জানতে চেয়েছে হিমার জাতের ব্যাপারে। এমনই তথ্য পাওয়া গিয়েছে গুগুলের ‘ট্রেন্ড’ থেকে। তাঁর জাত নিয়ে সব থেকে বেশি ‘সার্চ’ করা হয়েছে অসমে। তার পরেই রয়েছে অরুণাচল প্রদেশে।

hima das eatingতবে এটাই প্রথম নয় যে কোনো ক্রীড়াবিদের জাত নিয়ে মানুষের আগ্রহ দেখা গেল। অলিম্পিকে পিভি সিন্ধু রুপো জেতার পরে তাঁর জাত নিয়েও মানুষের আগ্রহ দেখা গিয়েছিল। সে বার ‘সার্চ’-এর তালিকায় শীর্ষে ছিল অন্ধপ্রদেশ এবং তেলঙ্গানা।

hima das

হিমা দাসের জাত নিয়ে মানুষের এত আগ্রহের ব্যাপারে ক্ষোভপ্রকাশ করেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

এক দিকে ভারত যখন ক্রমশ উন্নতির পথে তখন এ রকম ঘটনা জানান দিচ্ছে আমাদের সমাজব্যবস্থার এখনও উন্নতি হয়নি।

ছবি : অরূপ চক্রবর্তী

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here