লাদাখ: মাউন্ট কুন অভিযানের সময় নিহত তিন সেনা হাবিলদার প্রশিক্ষকের দেহ উদ্ধার করল হাই অল্টিটিউড ওয়ারফেয়ার স্কুল (HAWS)-এর (সেনার পবর্তারোহণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান) পর্বতারোহীরা। অক্টোবরে মাউন্ট কুনে অভিযানে গিয়ে মারাত্মক তুষারধসে আটকে পড়েছিলেন ৪ সেনা হাবিলদার।
জুলাই ২০২৩-এ, HAWS-এর ৩৮ জন সদস্যের একটি পর্বতারোহী দল লাদাখের মাউন্ট কুন জয় করার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয় ১ অক্টোবর ২০২৩-এ এবং দলটি ১৩ অক্টোবর ২০২৩-এর মধ্যে মাউন্ট কুন জয় করার আশা করেছিল। কিন্তু ফারিয়াবাদ হিমবাহের বরফাবৃত অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া তাদের সামনে প্রচুর চ্যালেঞ্জ এনে দেয়।
৮ অক্টোবর ২০২৩-এ, ১৮,৩০০ ফুট উচ্চতায় ক্যাম্প ২ এবং ক্যাম্প ৩-এর মধ্যে তুষার প্রাচীরে দড়ি ঠিক করার সময়, হঠাৎ একটি তুষারধস এসে পড়ে। এতে দলের চারজন সদস্য ধসে আটকে যান। উদ্ধার প্রচেষ্টা চালানোর পরও, তারা শুধুমাত্র ল্যান্স নায়েক স্টানজিন টারগাইসের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। হাবিলদার রোহিত, হাবিলদার ঠাকুর বাহাদুর অলে এবং নায়েক গৌতম রাজবংশীর দেহগুলি বরফের গভীরে চাপা পড়ে থাকে।
তাঁদের দেহ উদ্ধারের উদ্দেশে অভিযান শুরু করে হাই অল্টিটিউড ওয়ারফেয়ার সংস্থার জওয়ানরা। বরফ কেটে দেহ উদ্ধার করতে সক্ষম হন তাঁরা।
#WATCH | The mountaineers of the High Altitude Warfare School undertook a heroic mission and recovered the mortal remains of three Havildar instructors who were caught in the deadly slide during an expedition to Mount Kun in Oct 2023
— ANI (@ANI) July 10, 2024
In July 2023, a 38-member mountaineering… pic.twitter.com/byGwCBPI3s